ভবিষ্যতে কংগ্রেস জোটে? ফুৎকারে উড়িয়ে তিনি জানান, ঈশ্বরকে ধন্যবাদ, আমি এখন আজাদ

Last Updated:

ভবিষ্যতে কংগ্রসের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা আছে? এমন প্রশ্নের উত্তরে সে সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে দিয়ে গুলাম নবি জানান, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি এখন আজাদ।

গত বছরের অগাস্ট মাসে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দেওয়ার সময় তাঁর পদত্যাগপত্রে রাহুল গান্ধির কড়া সমালোচনা করেছিলেন গুলাম নবি আজাদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতার লেখা রাজনৈতিক আত্মজীবনীতে কিন্তু গান্ধি পরিবারের অন্য দুই সদস্যের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আর সম্মানের বার্তাই রয়েছে।
আর রাহুল গান্ধি সম্পর্কে? একই রকম কটাক্ষের সুর জাতীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ আজাদের বক্তব্যে। সর্বভারতীয় সংবাদমাধ্যম নিউজ 18-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আজাদের বক্তব্য, ইন্দিরা গান্ধির কাছে তিনি আজীবন কৃতজ্ঞ। কারণ, তিনি সুযোগ না দিলে লোকসভার সদস্য হিসাবে ভোটে দাঁড়ানোর সুযোগই পেতেন না কাশ্মীরের রাজনীতিতে প্রথম সারির এই ব্যক্তিত্ব।
সনিয়া গান্ধিকে লেখা পদত্যাগের চিঠিতে আজাদ অভিযোগ করেছিলেন, শীর্ষ নেতৃত্বের বড় অংশ কুক্ষিগত হয়েছে একটি গোষ্ঠীর হাতে। স্বভাবতই তাঁর অভিযোগের আঙুল ছিল রাহুল গান্ধীর দিকে। আজাদের অভিযোগ ছিল, ঠিক যে কারণে এই মুহূর্তে গোটা দেশের জন্য যা প্রয়োজনীয় তেমন কোনও সদর্থক পদক্ষেপ কংগ্রেস নেতৃত্বের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না।
advertisement
advertisement
সে অধ্যায়ের বেশ কয়েক মাস পরেও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি সম্পর্কে একই মনোভাব কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আজাদের বিস্ফোরক অভিযোগ, দলীয় বৈঠকে তাঁকে কার্যত বিজেপির লোক হিসাবেই চিহ্নিত করতে গিয়েছিলেন রাহুল। কংগ্রেস নেতৃত্বের আজকের অবস্থা বোঝাতে গিয়ে ইন্দিরা গান্ধীর উদাহরণ টানেন তিনি।
তাঁর কথায়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারির খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে জড়ো হয়ে গিয়েছিলেন লাখো লাখো কংগ্রেস কর্মী-সমর্থক। দলের সাধারণ কর্মীদের এতটাই ভরসা ছিল প্রয়াত ইন্দিরা গান্ধির উপরে। আর এখন দলের নেতাকে ইডি অফিসে ডাকলে মুখ্যমন্ত্রীদের এসে জমায়েতের ব্যবস্থা করতে হয়। ভবিষ্যতে কংগ্রসের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা আছে? এমন প্রশ্নের উত্তরে সে সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে দিয়ে গুলাম নবি জানান, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি এখন আজাদ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভবিষ্যতে কংগ্রেস জোটে? ফুৎকারে উড়িয়ে তিনি জানান, ঈশ্বরকে ধন্যবাদ, আমি এখন আজাদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement