জঙ্গি হামলার পর দিল্লি পাবলিক স্কুলে আশ্রয় সন্ত্রাসবাদীদের, চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই
Last Updated:
জঙ্গি হামলার পর দিল্লি পাবলিক স্কুলে আশ্রয় সন্ত্রাসবাদীদের, চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই
#শ্রীনগর: শ্রীনগরের পান্থচকে সিআরপিএফ বাহিনীর উপর জঙ্গি হামলার পর স্কুলে আশ্রয় নিয়েছে জঙ্গিরা ৷ সূত্রের খবর, শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে এখনও রয়েছে দুই জঙ্গি ৷ খবর পেয়ে পুরো স্কুল ঘিরে ফেলেছে সেনা ৷ জঙ্গিদের সঙ্গে চলছে গুলির লড়াই ৷
শনিবার বিকেলে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের কাছে সিআরপিএফ-এর কর্তব্যরত ২৯ নম্বর ব্যাটেলিয়নের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় মৃত্যু হয় CRPF-এর এক সাব ইনস্পেকটর সহ দুই জওয়ানের ৷ ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্কর-এ-তইবা ৷
এই হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে শ্রীনগরের DPS স্কুলে ঢুকে পড়ে ওই জঙ্গি দল ৷ তবে ঘটনার সময় স্কুলে কোনও কর্মী বা পড়ুয়া না থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা ৷ খবর পেয়ে স্কুলের বিশাল ক্যাম্পাস ঘিরে ফেলে সেনা ৷ তবে ৪০০টি ঘরের মধ্যে কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে, তা খুঁজে দেখছে সেনা ৷ ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরা ও উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্র ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2017 11:28 AM IST