জঙ্গি সন্দেহে হরিদ্বারে গ্রেফতার চার
Last Updated:
বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল উত্তরাখণ্ড পুলিশ। হরিদ্বারে বুধবার জঙ্গি সন্দেহে গ্রেফতার হল চার জঙ্গি। আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল তারা।
#হরিদ্বার: বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল উত্তরাখণ্ড পুলিশ। হরিদ্বারে বুধবার জঙ্গি সন্দেহে গ্রেফতার হল চার জঙ্গি। আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল তারা। ইতিমধ্যে ধৃতদের নিয়ে আসা হয়েছে রাজধানী দিল্লিতে। ধৃতদের জেরা করবে এনআইএ। গোয়েন্দাদের ধারণা হরিদ্বারের অর্ধকুম্ভ মেলাই ছিল জঙ্গিদের প্রাথমিক নিশানা ৷ এছাড়া দিল্লি এনসিআর এবং হরিদ্বারে নাশকতার ছক কষছিল জঙ্গিরা ৷ প্রজাতন্ত্র দিবসের আগেই দেশে বড়সড় নাশকতা চালাতে পারে জঙ্গিরা বলে গোয়েন্দারা আগেই সতর্ক করেছে ৷ এর জন্য গোটা দেশ জুড়েই এখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2016 9:41 AM IST