Viral Video|| রুষ্ঠ প্রকৃতি! সাতসকালে হুড়মুড়িয়ে ধসে পড়ে হিমাচলের বিশাল পাহাড়, ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Terrifying Video: শুক্রবার সকালে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) পাহাড়ের একটি বিশালাকৃতির অংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যেই আবার ভেঙে পড়ছে সংলগ্ন রাস্তা।
#মানালি: ফের ভয়াবহ ভূমিধসের কবলে পড়ল হিমাচল প্রদেশে। প্রকৃতির রোষ থেকে কোনওভাবেই যেন মুক্তি মিলছে না। সম্প্রতি হিমাচলের বিস্তীর্ণ অংশে মেঘ ভাঙা বৃষ্টির (cloudbursts) শেষে হরকা বান (flash floods) আসে। তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। ধসও (landslides) নেমেছিল বেশ কয়েক জায়গায়। এরপর ফের দু'দিনের টানা বৃষ্টি শেষে শুক্রবার ফের ধস নেমেছে হিমাচলে। যার জেরে যান চলাচল বন্ধ ৭০৭ নম্বর জাতীয় সড়কে (National Highway 707 is blocked)।
এ দিন ধস নামার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট যিনি সেটি ক্যামেরাবন্দি (caught on camera) করেছেন, তিনি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন। তবে যে অংশে ধস নেমেছে, তার বিপরীত দিকে থাকায়, প্রাণে রক্ষা পেয়েছেন। ভিডিওটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি (Congress leader Srinivas BV)। ভিডিও দেখে অনেকের মন্তব্য, 'যথেচ্ছ ব্যবহার করায়, প্রকৃতি রুষ্ঠ। তার প্রতিশোধ নিচ্ছে।' হিমাচলের প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, এ দিন ধস নামে হিমাচল প্রদেশের সিরমাউর (Sirmaur) জেলার নাহাউন শহরের (Nahan town) একেবারে কাছে। সেখানে গত ৪৮ ঘণ্টা ধরে টানা বৃষ্টি হচ্ছিল।
advertisement
हिमाचल के नाहन में चंद पलों में ही भूस्खलन के चलते रोड पाताल में समा गयी । ईश्वर रहम कर..
Road goes down in a landslide after mountain cracks near Badwas, Nahan in Himachal Pradesh. pic.twitter.com/e5614HbnWs — Srinivas B V (@srinivasiyc) July 30, 2021
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের একটি বিশালাকৃতির অংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যেই আবার ভেঙে পড়ছে সংলগ্ন রাস্তা। তবে এত বড় বিপর্যয়েও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। যে রাস্তাটি ধসে গিয়েছে সেটি ৭০৭ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত থাকায়, বন্ধ রয়েছে যান চলাচল। এই মুহূর্তে ট্যুইটারে ট্রেন্ডিং ভিডিওটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2021 5:57 PM IST