Viral Video|| রুষ্ঠ প্রকৃতি! সাতসকালে হুড়মুড়িয়ে ধসে পড়ে হিমাচলের বিশাল পাহাড়, ভাইরাল ভিডিও...

Last Updated:

Terrifying Video: শুক্রবার সকালে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) পাহাড়ের একটি বিশালাকৃতির অংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যেই আবার ভেঙে পড়ছে সংলগ্ন রাস্তা।

#মানালি: ফের ভয়াবহ ভূমিধসের কবলে পড়ল হিমাচল প্রদেশে। প্রকৃতির রোষ থেকে কোনওভাবেই যেন মুক্তি মিলছে না। সম্প্রতি হিমাচলের বিস্তীর্ণ অংশে মেঘ ভাঙা বৃষ্টির (cloudbursts) শেষে হরকা বান (flash floods) আসে। তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। ধসও (landslides) নেমেছিল বেশ কয়েক জায়গায়। এরপর ফের দু'দিনের টানা বৃষ্টি শেষে শুক্রবার ফের ধস নেমেছে হিমাচলে। যার জেরে যান চলাচল বন্ধ ৭০৭ নম্বর জাতীয় সড়কে (National Highway 707 is blocked)।
এ দিন ধস নামার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট যিনি সেটি ক্যামেরাবন্দি (caught on camera) করেছেন, তিনি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন। তবে যে অংশে ধস নেমেছে, তার বিপরীত দিকে থাকায়, প্রাণে রক্ষা পেয়েছেন। ভিডিওটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি (Congress leader Srinivas BV)। ভিডিও দেখে অনেকের মন্তব্য, 'যথেচ্ছ ব্যবহার করায়, প্রকৃতি রুষ্ঠ। তার প্রতিশোধ নিচ্ছে।' হিমাচলের প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, এ দিন ধস নামে হিমাচল প্রদেশের সিরমাউর (Sirmaur) জেলার নাহাউন শহরের (Nahan town) একেবারে কাছে। সেখানে গত ৪৮ ঘণ্টা ধরে টানা বৃষ্টি হচ্ছিল।
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের একটি বিশালাকৃতির অংশ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যেই আবার ভেঙে পড়ছে সংলগ্ন রাস্তা। তবে এত বড় বিপর্যয়েও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।  যে রাস্তাটি ধসে গিয়েছে সেটি  ৭০৭ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত থাকায়, বন্ধ রয়েছে যান চলাচল।  এই মুহূর্তে ট্যুইটারে ট্রেন্ডিং ভিডিওটি।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video|| রুষ্ঠ প্রকৃতি! সাতসকালে হুড়মুড়িয়ে ধসে পড়ে হিমাচলের বিশাল পাহাড়, ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement