সীমান্তে পাক গোলাগুলি, জম্মু-কাশ্মীরে সেনাপ্রধান দলবীর সিং

Last Updated:

সার্জিক্যাল স্ট্রাইক উড়িয়ে দিলেও যুদ্ধের হুঙ্কার জারি রেখেছে পাকিস্তান। শনিবার জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে শুরু হয় পাকসেনার গোলাগুলি।

#নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইক উড়িয়ে দিলেও যুদ্ধের হুঙ্কার জারি রেখেছে পাকিস্তান। শনিবার জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে শুরু হয় পাকসেনার গোলাগুলি। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। যদিও তাতে কেউ হতাহত হয়নি। বাড়তি সতর্কতা হিসেবে সরানো হচ্ছে সীমান্তের বাসিন্দাদের।
ঘরে-বাইরে চাপে পাকিস্তান। ভারতের সার্জিক্যাল স্ট্রাইক স্বীকার করলে নিজের দেশেই সমালোচনার মুখে পড়তে হবে শরিফের সরকারকে। চাপ কাটাতে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন। শনিবার জম্মু-কাশ্মীরের আখনুরে গোলাগুলি বর্ষণ শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতও। একই সতর্কও।
আন্তর্জাতিক সীমান্তবর্তী ও নিয়ন্ত্রণরেখার ধারের গ্রামগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের রাতে আলো জ্বালাতে নিষেধ করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
advertisement
পাক গোলাবর্ষণের আড়ালে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে বিভিন্ন এলাকায় তল্লাশি।
নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা ও অন্যান্য পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবারই জম্মু-কাশ্মীরে পৌঁছন সেনাপ্রধান দলবীর সিং সুহাগ। নর্দান কমান্ডান্টের সঙ্গে কথা বলেন তিনি। ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে ভুয়ো বলে উড়িয়ে দিলেও যুদ্ধের হুমকি জারি রেখেছে ইসলামাবাদ। আগামী বুধবার পাক সংসদের যৌথ অধিবেশন ডাকা হয়েছে। আপাতত সতর্ক থেকে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে নয়াদিল্লি।
বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্তে পাক গোলাগুলি, জম্মু-কাশ্মীরে সেনাপ্রধান দলবীর সিং
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement