ভয়াবহ! মহারাষ্ট্রের হাসপাতালে ১০ সদ্যোজাত শিশুর মৃত্যু হল আগুনে পুড়ে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
হাসপাতালের তরফে জানা গিয়েছে, ওই ১০ সদ্যোজাতর বয়স ছিল ১-৩ মাসের মধ্যে ।
#ভান্দারা: ভয়াবহ, মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রের ভান্দারার জেলা সদর হাসপাতালে । আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল ১০ নবজাতকের । ঘটনাটি ঘটেছে গতকাল রাত ২টো নাগাদ ।
মাঝ রাতে যখন হাসপাতালে আগুন লাগে সে সময় স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭টি সদ্যোজাত শিশু । এর মধ্যে ৭ জনকে কোনওরকমে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০ শিশুকে নিরাপদ স্থানে বের করে আনা সম্ভব হয়নি । প্রবল ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১০ শিশুর ।
হাসপাতালের তরফে জানা গিয়েছে, ওই ১০ সদ্যোজাতর বয়স ছিল ১-৩ মাসের মধ্যে । চিকিৎসক প্রমোদ খন্ডাতে বলেন, মাঝ রাতে হঠাৎই ভয়ানক আগুন দেখা যায় সিক নিউবর্ন কেয়ার ইউনিট (SNCU) বিভাগে । সঙ্গে সঙ্গে ছুটে আসেন হাসপাতালের কর্মী, চিকিৎসক, নার্সরা । খবর দেওয়া হয় দমকলে । ভিতর থেকে ৭ শিশুকে কোনওরকমে উদ্ধার করে আনা সম্ভব হয় । বাকিদের বের করা সম্ভবপর হয়নি । তবে কী করে এরকম ভয়াবহ আগুন লাগল ওই হাসপাতালে তা এখনও জানা যায়নি ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2021 8:21 AM IST