ভয়াবহ! মহারাষ্ট্রের হাসপাতালে ১০ সদ্যোজাত শিশুর মৃত্যু হল আগুনে পুড়ে

Last Updated:

হাসপাতালের তরফে জানা গিয়েছে, ওই ১০ সদ্যোজাতর বয়স ছিল ১-৩ মাসের মধ্যে ।

#ভান্দারা: ভয়াবহ, মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রের ভান্দারার জেলা সদর হাসপাতালে । আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল ১০ নবজাতকের । ঘটনাটি ঘটেছে গতকাল রাত ২টো নাগাদ ।
মাঝ রাতে যখন হাসপাতালে আগুন লাগে সে সময় স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭টি সদ্যোজাত শিশু । এর মধ্যে ৭ জনকে কোনওরকমে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০ শিশুকে নিরাপদ স্থানে বের করে আনা সম্ভব হয়নি । প্রবল ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১০ শিশুর ।
হাসপাতালের তরফে জানা গিয়েছে, ওই ১০ সদ্যোজাতর বয়স ছিল ১-৩ মাসের মধ্যে । চিকিৎসক প্রমোদ খন্ডাতে বলেন, মাঝ রাতে হঠাৎই ভয়ানক আগুন দেখা যায় সিক নিউবর্ন কেয়ার ইউনিট (SNCU) বিভাগে । সঙ্গে সঙ্গে ছুটে আসেন হাসপাতালের কর্মী, চিকিৎসক, নার্সরা । খবর দেওয়া হয় দমকলে । ভিতর থেকে ৭ শিশুকে কোনওরকমে উদ্ধার করে আনা সম্ভব হয় । বাকিদের বের করা সম্ভবপর হয়নি । তবে কী করে এরকম ভয়াবহ আগুন লাগল ওই হাসপাতালে তা এখনও জানা যায়নি ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ! মহারাষ্ট্রের হাসপাতালে ১০ সদ্যোজাত শিশুর মৃত্যু হল আগুনে পুড়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement