Telengana School Teacher: স্কুলের বন্ধুর সঙ্গে প্রেম, খাবারে বিষ মিশিয়ে তিন সন্তানকে খুন! মুসকানের মতোই নৃশংস তেলঙ্গানার এই শিক্ষিকা

Last Updated:

তদন্তে নেমে প্রথমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে মহিলার স্বামীর উপরে৷ কারণ একমাত্র তিনিই ঘটনার সময় বাড়িতে ছিলেন না৷

পরকীয়ার জেরে নিজের তিন সন্তানকে খুন করলেন মা৷ প্রতীকী ছবি
পরকীয়ার জেরে নিজের তিন সন্তানকে খুন করলেন মা৷ প্রতীকী ছবি
হায়দ্রাবাদ: প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে নিজের স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নৃশংস ভাবে খুন করেছিল উত্তর প্রদেশের মেরঠের মুসকান রাস্তোগি৷ স্বামীর প্রতি স্ত্রীর নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা দেশ৷ তবে মুসকানেই শেষ নয়, এবার তেলঙ্গানার এক স্কুল শিক্ষিকা প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে নিজের তিন শিশু সন্তানের খাবারে বিষ মিশিয়ে খুন করলেন৷ ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷
নৃশংস এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর সঙ্গারেড্ডি জেলায়৷ ধৃত ওই মহিলার নাম রাজিথা৷ তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা৷ জানা গিয়েছে, গত মাসে নিজের তিন সন্তানকে রাতের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেন ওই মহিলা৷ পুলিশের সন্দেহ এড়াতে নিজেও ওই বিষ মেশানো খাবার কিছুটা খান তিনি৷
advertisement
advertisement
ঘটনার সময় মহিলার স্বামী চেন্নায়া বাড়িতে ছিলেন না৷ নাইট ডিউটি ছিল তাঁর৷ পরের দিন সকালে বাড়িতে ফিরে নিজের তিন সন্তানকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি৷ তাঁর স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছিলেন৷ দ্রুত তাঁদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছন ওই যুবক৷ কিন্তু সেখানে চিকিৎসকরা শিশু তিনটিকে মৃত বলে ঘোষণা করেন৷ যদিও প্রাণে বেঁচে যান তাদের মা৷
advertisement
তদন্তে নেমে প্রথমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে মহিলার স্বামীর উপরে৷ কারণ একমাত্র তিনিই ঘটনার সময় বাড়িতে ছিলেন না৷ পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদও করে৷ যদিও তদন্ত এগিয়ে নিয়ে যেতেই অন্য রহস্য উন্মোচন করেন তদন্তকারীরা৷
পুলিশ জানতে পারে, স্বামী নন, বরং পেশায় স্কুল শিক্ষিকা ওই তরুণী নিজেই তাঁর তিন সন্তানকে খুনের পরিকল্পনা করেন৷ সম্প্রতি স্কুলের একটি রিইউনিয়নে নিজের এক পুরনো সহপাঠীর সঙ্গে ফের পরিচয় হয় ওই তরুণীর৷ সেই বন্ধুত্ব কিছু দিনের মধ্যে প্রেমে পরিণত হয়৷ রাজিথা ঠিক করেন, সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করবেন তিনি৷ কিন্তু নতুন জীবন শুরু করার পথে তাঁর তিন সন্তান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, এ রকম ভাবনা থেকেই তাঁদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা কষেন ওই স্কুল শিক্ষিকা৷
advertisement
ঘটনাচক্রে মেরঠের ঘটনার ক্ষেত্রেও স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে নিজের পুরনো বন্ধুর সাহিল শুক্লার সঙ্গে আলাপ হয় মুসকানের৷ এর পর ঘনিষ্ঠ হয় তারা৷ শেষ পর্যন্ত সাহিলকে সঙ্গে নিয়েই নিজের স্বামীকে খুন করেছিল মুসকান৷ তেলঙ্গনার এই স্কুল শিক্ষিকা নিজের স্বামীর বদলে তিন সন্তানকেই সরিয়ে দিলেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Telengana School Teacher: স্কুলের বন্ধুর সঙ্গে প্রেম, খাবারে বিষ মিশিয়ে তিন সন্তানকে খুন! মুসকানের মতোই নৃশংস তেলঙ্গানার এই শিক্ষিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement