Telengana assembly elections: বছর শেষে ভোট, সব আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিলেন কে চন্দ্রশেখর রাও

Last Updated:

২০১৮ সালেও ভোট এগিয়ে এনে বিরোধীদের চমকে দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷

হায়দ্রাবাদ: ভোটের দিন ঘোষণার আগেই মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনের জন্য আগাম প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছিল বিজেপি৷ এবার তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিল রাজ্যের শাসক দল ভারত রাষ্ট্র সমিতি, যা আদতে টিআরএস বলেই পরিচিত ছিল৷ নির্ধারিত সূচি অনুযায়ী এগোলে এ বছরের শেষ দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷
তেলেঙ্গানায় বিধানসভা আসন মোট ১১৯টি৷ সবকটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে কে চন্দ্রশেখর রাওয়ের দল৷ এবার তেলেঙ্গানায় ক্ষমতায় ফিরলে হ্যাটট্রিক করবে কে চন্দ্রশেখর রাওয়ের সরকার৷ প্রার্থী তালিকা ঘোষণা করে কেসিআর-এর হুঁশিয়ারি, ৯৫ থেকে ১০৫টি আসনে জয়ী হবেন তাঁরা৷
তবে এবার নিজে দুটি আসন থেকে লড়বেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ নিজের কেন্দ্র গজবেল ছাড়াও কামারেড্ডি কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেসিআর৷
advertisement
advertisement
কেসিআর জানিয়ে দিয়েছেন, এবারেও আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর সঙ্গে জোট বজায় রাখছেন তাঁরা৷ প্রতিপক্ষকে টেক্কা দিেতই কে চন্দ্রশেখর রাও এত তড়িঘড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন বলে মনে করা হচ্ছে৷ ২০১৮ সালেও ভোট এগিয়ে এনে বিরোধীদের চমকে দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷
তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির মূল প্রতিপক্ষ কংগ্রেস৷ তারাও প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েেছ৷ তাঁর সরকারের আমলে চালু হওয়া বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে সামনে রেখেই মসনদে ফিরতে চাইছেন কে চন্দ্রশেখর রাও৷
advertisement
২০১৮ সালেও মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগে ইস্তফা দেন কেসিআর৷ যেহেতু বিরোধী কোনও দলেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তাই ভোট হয়৷ দেখা যায় সেই ভোটে ১১৯টির মধ্যে ৮৮টি আসনেই জয়ী হয়েছে কেসিআর-এর দল৷ কংগ্রেস, তেলেঙ্গানা জন সমিতি, তেলুগু দেশম পার্টি, সিপিআই মিলে জোট গড়েও কেসিআর সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়৷
advertisement
এবারের নির্বাচনেও অধিকাংশ পুরনো মুখকেই ফের টিকিট দিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের দল৷ ১১৯টির মধ্যে মাত্র ৭টি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Telengana assembly elections: বছর শেষে ভোট, সব আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিলেন কে চন্দ্রশেখর রাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement