বাড়িতে রয়েছে ৫৪ লক্ষ টাকা, নোট বাতিলের জেরে আত্মঘাতী মহিলা

Last Updated:

এখন বাজারে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ এই টাকা থাকা বা না থাকা প্রায় সমানই ৷ এই ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করলেন কান্দুকুরি বিনোদা নামে এক মহিলা।

#মেহবুবাবাদ: বাড়িতে রয়েছে ৫৪.৪০ লক্ষ টাকা ৷ এবং পুরো টাকাটাই ৫০০ ও ১০০০ টাকার নোটে রয়েছে ৷ কিন্তু মঙ্গলবার মোদির ঘোষণার পর থেকে বাজারে তার মূল্য এখন শূণ্য ৷ এখন বাজারে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ এই টাকা থাকা বা না থাকা প্রায় সমানই ৷ এই ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করলেন কান্দুকুরি বিনোদা নামে এক মহিলা।
৫৫ বছরের ওই মহিলা তেলাঙ্গানার মেহবুবাবাদের শনিগাপুরম গ্রামের বাসিন্দা ৷ বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকা ৷ কিন্তু এই টাকা যে বদল করা যাবে বা ব্যাঙ্কে জমা দেওয়া যাবে তা বুঝতে না পেরে আত্মঘাতী মহিলা ৷
পুলিশ সত্রের খবর, কয়েকমাস আগে ৫৬.৪০ লক্ষ টাকায় একটি জমি বিক্রি করে বিনোদা ৷ এর মধ্যে ২ লক্ষ টাকা তিনি স্বামীর চিকিৎসার জন্য তিনি খরচ ফেলেন ৷ বাকি সমস্ত টাকা মেয়ের বিয়ে ও আরেকটি জমি কেনার জন্য বাড়িতে রেখেছিলেন তিনি ৷
advertisement
advertisement
মঙ্গলবার প্রধানমন্ত্রী নোট বাতিলের কথা ঘোষণা করতেই গ্রামবাসীরা বিনোদাকে জানায় যে তার কাছে থাকা টাকার আর কোনও মূল্য ৷ তাঁর কাছে থাকা টাকা আর কোনও কাজে লাগবে না। এমনকী এই নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে বচসাও হয় ৷ পুরো জমি বিক্রি করে দেওয়ায় তাকেঅ দায়ি করে পরিবার পরিজনরা ৷
এতগুলো টাকা অচল হয়ে যাওয়ায় কী করবেন বুঝতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি ৷ বৃহস্পতিবার রাতে সকলে ঘুমিয়ে পড়লে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মহিলা ৷
advertisement
গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তেলেঙ্গানার গ্রামাঞ্চলে বেশিরভাগ জমি নগদ টাকা দিয়ে কেনা বেচা হয়ে থাকে ৷ এখন বিয়ের মরশুম তাই বেশিরভাগ মানুষ বাড়িতে প্রচুর নগদ টাকা রেখে থাকে ৷ ৫০০ ও ১০০০ টাকা বাতিল হওয়ায় প্রতুর মানুষ সমস্যায় পড়েছেন ৷
গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ জানেন না ঠিক করে টাকা বদলাতে হবে ৷ এর ফলে অবসাদে ভুগচ্ছেন অনেকে ৷ এখনও অনেকের কাছে এটা পরিষ্কারই নয় যে টাকা বাতিল হলেও তা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে তা বদলে আনতে পারবেন ৷ স্থানীয় থানায় আত্মহত্যার মামলা দায়ের করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়িতে রয়েছে ৫৪ লক্ষ টাকা, নোট বাতিলের জেরে আত্মঘাতী মহিলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement