#মেহবুবাবাদ: বাড়িতে রয়েছে ৫৪.৪০ লক্ষ টাকা ৷ এবং পুরো টাকাটাই ৫০০ ও ১০০০ টাকার নোটে রয়েছে ৷ কিন্তু মঙ্গলবার মোদির ঘোষণার পর থেকে বাজারে তার মূল্য এখন শূণ্য ৷ এখন বাজারে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ এই টাকা থাকা বা না থাকা প্রায় সমানই ৷ এই ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করলেন কান্দুকুরি বিনোদা নামে এক মহিলা।
৫৫ বছরের ওই মহিলা তেলাঙ্গানার মেহবুবাবাদের শনিগাপুরম গ্রামের বাসিন্দা ৷ বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকা ৷ কিন্তু এই টাকা যে বদল করা যাবে বা ব্যাঙ্কে জমা দেওয়া যাবে তা বুঝতে না পেরে আত্মঘাতী মহিলা ৷
পুলিশ সত্রের খবর, কয়েকমাস আগে ৫৬.৪০ লক্ষ টাকায় একটি জমি বিক্রি করে বিনোদা ৷ এর মধ্যে ২ লক্ষ টাকা তিনি স্বামীর চিকিৎসার জন্য তিনি খরচ ফেলেন ৷ বাকি সমস্ত টাকা মেয়ের বিয়ে ও আরেকটি জমি কেনার জন্য বাড়িতে রেখেছিলেন তিনি ৷