App Cab: অ‍্যাপ ক‍্যাবে চলবে না এসি! তীব্র গরমেই ‘নো এসি’ নিয়ে সরব ওলা-উবের চালকরা, ভোগান্তি যাত্রীদের

Last Updated:

App cab No AC campaign: তীব্র গরমে নাজেহাল গোটা দেশ। হাঁসফাঁসে অবস্থা একাধিক শহরে। চৈত্রেই চাঁদিফাটা রোদে দরদর করে ভাসছে ঘাম। এমন পরিস্থিতিতে ভিড় বাস বা অটো ছেড়ে অনেকেই বেছে নিচ্ছেন ক‍্যাব।

অ‍্যাপ ক‍্যাবে চলবে না এসি! তীব্র গরমেই ‘নো এসি’ নিয়ে সরব ওলা-উবের চালকরা, ভোগান্তি যাত্রীদের
অ‍্যাপ ক‍্যাবে চলবে না এসি! তীব্র গরমেই ‘নো এসি’ নিয়ে সরব ওলা-উবের চালকরা, ভোগান্তি যাত্রীদের
তেলেঙ্গানা: তীব্র গরমে নাজেহাল গোটা দেশ। হাঁসফাঁসে অবস্থা একাধিক শহরে। চৈত্রেই চাঁদিফাটা রোদে দরদর করে ভাসছে ঘাম। এমন পরিস্থিতিতে ভিড় বাস বা অটো ছেড়ে অনেকেই বেছে নিচ্ছেন ক‍্যাব। সামান‍্য বেশি খরচে স্বস্তির যাত্রা হিসেবে। কিন্তু সেখান থেকেও এবার বিদায় নেবে স্বস্তি? তেলেঙ্গানায় খানিকটা তেমনই অবস্থা।
সম্প্রতি তেমনই এক খবর শোরগোল পড়েছে। গরম পড়তেই এসি চালানো নিয়ে বাদানুবাদে জড়াচ্ছেন ক‍্যাব চালক এবং যাত্রীরা। তেলেঙ্গানায় শুরু হয়েছে ‘নো এসি’ ক‍্যাম্পেন। সওয়ারির কোনও অনুরোধেই গলছে না বরফ! প্রায় সব ক্যাব চালকই একজোট হয়েছেন এই ‘নো এসি’ ক‍্যাম্পেনে। এমনকী গাড়িতেও কখনও কখনও ‘নো এসি’ পোস্টারও সাঁটিয়ে রাখছেন তাঁরা।
advertisement
advertisement
দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ক‍্যাব চালকদের অভিযোগ, এসি চালিয়ে রাখলে লাভের মুখ দেখছেন না তাঁরা। গাড়িতে এসি চালালে ইঞ্জিনের উপরেও চাপ পড়ে। ফলে জ্বালানির খরচ বেশি হয়। সব মিলিয়ে রোজগার কমছে ক‍্যাব চালকদের।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে তেলঙ্গনা গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (টিজিপিডব্লিউইউ)-এর পক্ষ থেকে জানান হয়েছে, ক‍্যাব চালকরা প্রতি কিলোমিটার মাত্র ১০ থেকে ১২টাকা আয় করেন। এসি চালালে খরচই হয়ে যায় ১৬ থেকে ১৮ টাকা। দীর্ঘদিন ধরেই সংস্থাকে বিষয়টি জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের। তাই এবার প্রতিবাদে উবর, ওলা, র‌্যাপিডোর মতো প্রধান রাইড-হেলিং প্ল্যাটফর্মের চালকরা নো ‘এসি ক্যাম্পেইন’ শুরু করেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
App Cab: অ‍্যাপ ক‍্যাবে চলবে না এসি! তীব্র গরমেই ‘নো এসি’ নিয়ে সরব ওলা-উবের চালকরা, ভোগান্তি যাত্রীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement