সাক্ষাৎ বিপদ সামনে! করোনা মোকাবিলায় মদ ছেড়ে স্যানিটাইজার বানানো শুরু করল লিকার কোম্পানি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#হায়দরাবাদ: করোনা সংক্রমণের সংখ্যা দেশে বেড়েই চলেছে। বিপদ দাঁড়িয়ে দোরগোড়ায় । করোনায় এ পর্যন্ত দেশে মৃত ১১৪ জন । সাড়ে ৪ হাজার আক্রান্ত । গোটা দেশে চলছে লকডাউন । প্রাথমিকভাবে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করলেও সময়সীমা আরও বাড়তে পারে বলেই মত বিশেষজ্ঞদের ।
এমন অবস্থায় দোকান বাজারে সর্বত্র অমিল হ্যান্ড স্যানিটাইজার ও ফেস মাস্ক । তাই মদ বানানো সাময়িক ভাবে বন্ধ রেখে স্যানিটাইজার বানানো শুরু করল তেলেঙ্গানার লিকার কোম্পানিগুলো । তেলেঙ্গানার লিকার কোম্পানিগুলো পরিচিত ব্ল্যাক ডগের মতো নামী ভারতে তৈরি বিদেশি মদ তৈরির জন্য। গত কয়েকদিনে ৪০,০০০ লিটার স্যানিটাইজার তৈরি করেছে এই লিকার কোম্পানিগুলো। এই স্যানিটাইজার পাঠানো হবে দেশের বিভিন্ন হাসপাতালে । সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মী ও পুলিশ - যারা গ্রাউন্ড জিরোতে গিয়ে কাজ করছেন, তাঁদের জন্য স্যানিটাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রমণ এড়াতে বারবার হাত স্যানিটাইজ কর এদের জন্য সবচেয়ে গুরুত্বের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 07, 2020 6:46 PM IST