জেহানাবাদ ও সেওহরে প্রার্থী বাছাই নিয়ে তেজস্বী প্রতাপ যাদবের সঙ্গে মতবিরোধের সূত্রপাত তেজপ্রতাপের । দল ছাড়ার পরই নয়া দল গঠনের কথা ঘোষণা করেছেন তেজপ্রতাপ ; দলের নাম 'লালু রাবড়ি মোর্চা' ।
छात्र राष्ट्रीय जनता दल के संरक्षक के पद से मैं इस्तीफा दे रहा हूँ। नादान हैं वो लोग जो मुझे नादान समझते हैं। कौन कितना पानी में है सबकी है खबर मुझे।
— Tej Pratap Yadav (@TejYadav14) March 28, 2019
সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন কিছু নির্দিষ্ট মানুষের জন্য তাঁর সঙ্গে তেজস্বীর বিরোধের সৃষ্টি হয়েছে ও আসন্ন নির্বাচনে লালু রাবড়ি মোর্চার মাধ্যমে আত্মপ্রকাশ করবেন তিনি । কেবলমাত্র দু'টি আসনেই প্রার্থী দিতে চেয়েছিলেন কিন্তু এবিষয়ে তাঁর কাছে কোনও উত্তর আসেনি ।
সারন কেন্দ্রে আরজেডি চন্দ্রিকা রাজকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কিন্তু শুরু থেকেই এর বিরোধিতা করেছেন তেজপ্রতাপ । আসন্ন নির্বাচনে বিহারের ২০ আসনে প্রার্থী দিতে পারে লালু রাবড়ি মোর্চা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bihar Lok Sabha Elections 2019, Elections 2019, Lok Sabha elections 2019, Tej Pratap Yadav