আর অতিরিক্ত টাকা নয়, বিমানবন্দরে পানীয় জল কিংবা স্ন্যাক্স মিলবে এবার মাত্র ₹১০

Last Updated:
#নয়াদিল্লি: এয়ারপোর্টের কড়া নিয়মকানুন কারোওরই অজানা নয় ৷ বিশেষত, পানীয় কিংবা খাবার ৷ এই দুই জিনিস নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢোকা একেবারে নৈব নৈব চ ৷ অগত্যা জল তেষ্টা কিংবা খিদে পেলে এয়ারপোর্টের ভিতরের দোকানগুলিই ভরসা ৷ কিন্তু সেই সমস্ত দোকানে খাবার-পানীয়ের দাম আকাশছোঁয়া ৷ কিন্তু উপায় কি ? বেশি দামে সেই সমস্ত খাবার কিনেই কোনওরকমে সময় কাটাতেন বিমানযাত্রীরা ৷ সেই সমস্যার সমাধান হচ্ছে এবার এক নিমেষেই ৷
ভারতে ছড়িয়ে ছিটিয়ে মোট ১৩০টি বিমানবন্দর রয়েছে ৷ যার মধ্যে ৯০ টি বিমানই সরকারের অধীনে ৷ বাকি সবকটি বিমানবন্দরই কোনও না কোনও বেসরকারি সংস্থার অধীনে ৷ বেসরকারি সংস্থার অধীনে থাকা বিমানবন্দরগুলির ক্ষেত্রে আপাতত এই নয়া নিয়ম জারি না হলেও সরকারি বিমানবন্দরগুলিতে এবার থেকে একেবারেই সস্তায় মিলবে পানীয় জল এবং স্ন্যাকস ৷
advertisement
পানীয় জল এবং সামান্য স্ন্যাকসের দাম অতিরিক্ত ৷ এই নিয়ে একাধিকবার যাত্রীদের থেকে অভিযোগ এসেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে ৷ সেই কারণেই সরকারি বিমানবন্দরগুলিতে এক নয়া নির্দেশিকা জারি করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া(AAI) ৷ এই নির্দেশিকায় বলা হয়েছে, চা এবং কফির দাম ১০ টাকা রাখতে হবে ৷ এর পাশাপাশি একটি নির্দিষ্ট ফুডকোর্ট রাখতে হবে ৷ যেখানে খুব কম দামেই মিলবে স্যান্ডউইচ, সিঙারা এবং পানীয় জলের মত বেশ কিছু জিনিস ৷
advertisement
advertisement
এই নয়া নির্দেশিকা এয়ারপোর্টে লাগু করার জন্য বেশ কয়েকটি টেন্ডারকেও চিঠি পাঠিয়েছে AAI ৷ যারা পূর্বে এয়ারপোর্টে ফুড কোর্ট খোলার প্রতি ইচ্ছে প্রকাশ করে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আর অতিরিক্ত টাকা নয়, বিমানবন্দরে পানীয় জল কিংবা স্ন্যাক্স মিলবে এবার মাত্র ₹১০
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement