৬০টি হাতির সমান ওজন, মেট্রোর কাজের জন্য আনা হল 'মহাবীর'-কে, দেখে চক্ষু ছানাবড়া আম জনতার
- Published by:Sudip Paul
- local18
Last Updated:
পাটনায় করিডোর-২-এর অধীনে প্রায় ৭.৯ কিলোমিটারের একটি ভূগর্ভস্থ টানেল কাটা হবে। পাটনা মেট্রো প্রকল্পে টিবিএম মেশিন দিয়ে আন্ডারগ্রাউন্ড টানেলিংয়ের কাজ করা হবে। মোট চারটি টানেলের মধ্যে প্রথমটির জন্য টিবিএম 'মহাবীর' মইন-উল-হক স্টেডিয়ামে সাননে আনা হয়েছে।
পাটনা: দেশের বিভিন্ন রাজ্যে মেট্রো পরিষেবা পৌছে দিতে তৎপর কেন্দ্রীয় সরকার। এবার বিহারের বাসিন্দারাও খুব শীঘ্রই পেতে চলেছে মেট্রো পরিষেবা। পাটনায় মেট্রো রেলের কাজ দ্রুত গতিতে চলছে। অনেক জায়গায় পিলার তৈরির কাজও হয়ে গিয়েছে। এবার শুরু হতে চলেছে আন্ডারগ্রাউন্ড টানেলিংয়ের কাজ। পাটনায় করিডোর-২-এর অধীনে প্রায় ৭.৯ কিলোমিটারের একটি ভূগর্ভস্থ টানেল কাটা হবে। পাটনা মেট্রো প্রকল্পে টিবিএম মেশিন দিয়ে আন্ডারগ্রাউন্ড টানেলিংয়ের কাজ করা হবে। মোট চারটি টানেলের মধ্যে প্রথমটির জন্য বোরিং মেশিনের (টিবিএম) 'মহাবীর' মইন-উল-হক স্টেডিয়ামে সাননে আনা হয়েছে।
এই মেশিনের ওজন ৬০টি হাতির সমান: মেট্রোর জন্য ভূগর্ভস্থ টানেল তৈরি করতে টিবিএম অর্থাৎ টানেল বোরিং মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটির একাধিক অংশ যুক্ত করার কাজ শুরু হয়েছে। পুরো মেশিন যুক্ত করার পর তার পরে থাকা অংশ সরানো হবে। মইনুল হক স্টেডিয়ামে একত্রিত করার কাজ চলছে। টিবিএমকে আফ্রিকান হাতির ওজনের সাথে তুলনা করা হয়। একটি হাতির ওজন প্রায় ৭ মেট্রিক টন, তাই এই টিবিএমেপ এর ওজন ৬০টি হাতির ওজনের সমান। এই টিবিএম মহাবীর সিরিয়াল নাম্বার ডিজে ১০৯০ এর ওজন প্রায় ৪২০ মেট্রিক টন। এই বিশালাকার মেশিন দেখে চক্ষু ছানা বড়া আম জনতার।
advertisement
কী বিশেষত্ব এই মহাবীরের:টানেল বোরিং মেশিন একটি কাটার হেড, ফ্রন্ট শিল্ড, মিডল শিল্ড, ব্যাকআপ গ্যান্ট্রি সহ টেল শিল্ড নিয়ে গঠিত। মেশিনটির দৈর্ঘ্য প্রায় ৯ মিটার। ইপিব- এর পূর্ণ দৈর্ঘ্য প্রায় ৯৫ মিটার। খনন ব্যাস ৬৬৫০ মিমি প্রিকাস্ট রিং লাইনিং সহ বাইরের ব্যাস ৬৩৫০ মিমি এবং ভিতরের ব্যাস ৫৮০০ মিমি। প্রতিটি রিংয়ের জন্য প্রায় ৪৯ ঘনমিটার জমি খনন করা হবে। টিবিএম-এর অপারেশন চলাকালীন গ্রাউন্ড মনিটরিং তথ্য বিশ্লেষণ সহ খনন, গ্রাউটিং, রিং বিল্ডিংয়ের একটি ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, আপনাদের জানিয়ে রাখি পাটবায় করিডোর-২ এর অধীনে রাজেন্দ্র নগর থেকে আকাশবাণী পর্যন্ত একটি আন্ডারগ্রাউন্ড মেট্রো থাকবে। যার মধ্যে রয়েছে রাজেন্দ্রনগর, মইনুল হক স্টেডিয়াম, পাটনা বিশ্ববিদ্যালয়, পিএমসিএইচ, গান্ধী ময়দান এবং আকাশবাণী স্টেশন। এত বড় মেশিন দেখে অবাক হলেও দ্রুততার সঙ্গে কাজ চলায় খুশি আম জনতাও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 2:54 PM IST