ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঘট

Last Updated:

ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঘট

#কলকাতা: লাগাতার রোজ বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম!  কাজেই,  পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন ট্যাক্সি স্ট্রাইকের ডাক দিল ট্যাক্সি সংগঠনগুলি। ইন্ডিয়ান অয়েল-এর কার্যালয়ের সামনে আগামিকাল থেকে ধর্নায় বসবে ট্যাক্সি সংগঠনের সদস্যরা।
আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। টানা ১৫দিন ধরে অগ্নিমূল্য জ্বালানি। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা। রবিবার ছিল ৮০ টাকা ৮৪ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম ৭১ টাকা ৭২ পয়সা। রবিবার ছিল ৭১ টাকা ৬৯ পয়সা।
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে, বাজার আগুন। মাছ-সবজি, ফল, সবকিছুরই দাম চড়া। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ খাদ্য ভবনে সংশ্লিষ্ট দফতরগুলির সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন কৃষি বিপণনমন্ত্রী। থাকবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে চড়া বাজার দর কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে ফড়েরা যাতে মাথাচারা না দিতে পারে সেদিকেও নজর দেওয়া হবে।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঘট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement