Tata Steel: কুর্নিশ! করোনায় কর্মীর মৃত্যু হলে ৬০ বছর পর্যন্ত পরিবারকে বেতন দেবে টাটা স্টিল
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনায় কোনও কর্মচারীর মৃত্যু হলে তাঁর ৬০ বছর বয়স পর্যন্ত তাঁর পরিবারকে পূর্ণ মাসিক বেতন দেওয়া হবে টাটা স্টিলের পক্ষ থেকে।
#রাঁচি: দেশের এই প্রথম কোনও বেসরকারি, কর্পোরেট সংস্থা এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিল । করোনায় মৃত কর্মী ও তাঁর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল টাটা স্টিল । দেশ জুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ । টাটায় কর্মরত অনেক কর্মীরাই আক্রান্ত হয়েছেন করোনাতে । কেউ কেউ আবার হারিয়েছেন পরিবার-প্রিয়জনকে । পরিবারের রোজগেরে মানুষটি অকালে চলে গেলে আপরিসীম শোকের পাশাপাশি গ্রাস করে নেয় জীবন যুদ্ধে হেরে যাওয়ার ভয়ও । এক ধাক্কায় পরিবারের রোজগার অনেকটা কমে গেলে খুব স্বাভাবিকভাবেই চরম দুর্দশায় পড়তে হয় একটা গোটা সংসারকে । সেই সমস্ত দিক বিচার বিবেচনা করেই এ বার প্রশংসামূলক পদক্ষেপ গ্রহণ করল টাটা স্টিল ।
সংস্থার তরফে এ দিন জানানো হয়, করোনায় কোনও কর্মচারীর মৃত্যু হলে তাঁর ৬০ বছর বয়স পর্যন্ত তাঁর পরিবারকে পূর্ণ মাসিক বেতন দেওয়া হবে । সঙ্গে চিকিৎসা ও বসবাস সংক্রান্ত যে যে সুবিধা তিনি পেতেন, সবটাই তাঁর পরিবারকেও প্রদান করা হবে । এ ছাড়াও মৃতের সন্তানদের পড়াশোনার সমস্ত দায়ভারও তারাই গ্রহণ করবে ।
advertisement
#TataSteel has taken the path of #AgilityWithCare by extending social security schemes to the family members of the employees affected by #COVID19. While we do our bit, we urge everyone to help others around them in any capacity possible to get through these tough times. pic.twitter.com/AK3TDHyf0H
— Tata Steel (@TataSteelLtd) May 23, 2021
advertisement
advertisement
এ দিন টাটার তরফে একটি ট্যুইট করা হয়েছে । সেই ট্যুইটে তারা জানিয়েছে, একটি সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে । আর তাতে করোনায় মৃত কর্মীদের পরিবারের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর চেষ্টা করবে টাটা স্টিল । শুধু তাই নয়, দেশের অন্যান্য বেসরকারি কোম্পানিকেও তারা অনুরোধ জানিয়েছে এ ভাবেই সকলের পাশে দাঁড়ানোর ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 9:48 AM IST