সাইরাস মুক্তিতে কৌশল টাটাদের,ডিরেক্টর হিসাবেও সরানোর উদ্যোগ
Last Updated:
১২টি সংস্থা থেকে সাইরাসকে সরানো অবশ্য খুব একটা সহজ নয়।১২টি সংস্থার বোর্ডের তরফে সাইরাসকে পদত্যাগের অনুরোধ।
#নয়াদিল্লি: টাটা সন্স থেকে অপসারিত। তবে এখনও টাটা গ্রুপের ১২টি সহযোগী সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন সাইরাস মিস্ত্রি। তাঁকে সরিয়ে এই সব সংস্থার রাশ হাতে নিতে মরিয়া টাটা গোষ্ঠী। অনুরোধে কাজ না হলে বোর্ড মিটিংয়ে প্রস্তাব পাশ করে সরানো হবে সাইরাসকে। এক্ষেত্রে আরও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকবে টাটা সন্স।
সাইরাস মুক্তিতে কৌশল টাটাদের
ডিরেক্টর হিসাবেও সরানোর উদ্যোগ
advertisement
অনুরোধে কাজ না হলে অপসারণ
চলতি মাসেই বোর্ড মিটিং টাটাদের
টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে। তবে টাটা গ্রুপের ১২ টি সংস্থার ডিরেক্টর পদে এখনও বহাল সাইরাস মিস্ত্রি। সূত্রের খবর, ডিরেক্টর হিসাবে ওইসব সংস্থার পরিচলন রাশ কিছুটা হলেও সাইরাসের হাতেই রয়েছে। এই জটিলতা কাটাতেই সাইরাস মুক্তিতে মরিয়া টাটা গোষ্ঠী।
advertisement
১২টি সংস্থা থেকে সাইরাসকে সরানো অবশ্য খুব একটা সহজ নয়।১২টি সংস্থার বোর্ডের তরফে সাইরাসকে পদত্যাগের অনুরোধ।সংস্থাগুলির পৃথক বোর্ড মিটিংয়ে পদত্যাগের অনুরোধের সিদ্ধান্ত পাশ করানো হবে।
সাইরাস সেই অনুরোধ না মানলে বিকল্প ব্যবস্থা।সাইরাসকে ডিরেক্টর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিতে পারে পরিচলন পর্ষদ।
তবে বোর্ড অফ ডিরেক্টসের সিদ্ধান্তেও তিন-চতুর্থাংশ সদস্যের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি যোগাড়ের কাজও শুরু হয়ে গিয়েছে। সংস্থা সূত্রে খবর, এব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ড অফ ডিরেক্টরসের এক সদস্যকে যিনি পেশায় প্রাক্তন কূটনীতিক। অপসরণের পর টাটা-সাইরাস সম্পর্ক যেভাবে তলানিতে ঠেকেছে, তাতে সাইরাসকে আর ওইসব সংস্থা রাখতে রাজি নয় টাটারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2016 5:42 PM IST