Tarpaulin: বছরভর তেরপলের চাহিদা তুঙ্গে, কত রকমের তেরপল হয়? কোন কাজে কোনটা ব্যবহার করবেন? কত দাম? জানুন বিস্তারিত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রাজস্থানের নাগওর শহরের এসডিএম অফিসের সামনে তেরপলের পাইকারি বাজার
নাগওর, রাজস্থান: রাজস্থানের নাগওর শহরের এসডিএম অফিসের সামনে তেরপলের পাইকারি বাজার। নানা কারখানার বর্জ্য প্লাস্টিক আইটেম পুনর্ব্যবহার করে তৈরি হয় এই তেরপল।
নাগওর শহরের তেরপল ব্যবসায়ী ইরফান জানালেন, কারখানার প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হয় তেরপল। নাগওর শহরের লাদনুন তহসিলে তৈরি হয় তেরপল। দোকানে মেলে ৫০-এর বেশি ধরনের তেরপল। তবে, মানুষের মধ্যে চাহিদা মূলত ৫ ধরনের তেরপলের--
আমেরিকান তেরপল-- এটি সবথেকে পোক্ত তেরপল। সহজে ছেড়ে না। এবড়ো-খেবড়ো জমির উপরেও ব্যবহার করা যায়। টেকশই। অন্তত ৫ বছর পর্যন্ত টেকে। বর্তমানে এই তেরপলের দাম ২২০ টাকা প্রতি কেজি দরে।
advertisement
advertisement
কোটেড তেরপল-- এটি সবথেকে টেকশই তেরপল। বানানো হয় পিভিসি আর প্লাস্টিকের মিশ্রণে। কৃষকরা বেশি এই তেরপল কেনেন। টেকে প্রায় ১০ বছর। দাম ১২০ টাকা কেজি প্রতি।
গ্ল্যাক্স তেরপল-- এটি তৈরি শুধু প্লাস্টিক দিয়ে। সহজে ছিঁড়ে যায়। টেকে ৩-৪ মাস। কিন্তু এটিই সবথেকে দামি, দাম ৪০০ টাকা প্রতি কেজি।
মাটি তেরপল-- এটি মূলত কৃষকরা ব্যবহার করেন। শষ্যের নীচে বেছানো হয়। 20×20 আকারে মেলে। দাম ১০০০ টাকা। বাড়ি মেরামতির সময়ও ব্যবহার করা হয় এই তেরপল।
advertisement
ঝাল-- কাপড় আর প্লাস্টিকের মিশেলে বানানো হয় তেরপল। নোংড়া বহন করা ও ফসল কাটার সময় এটি ব্যবহার করা হয়। দাম ১০০৯ টাকা থেকে ৮০০০ টাকার মধ্যে।
প্লাস্টিক-- এটি খুবই নিম্ন মাণের, পাতলা। দাম ৪০০ টাকা, মেলে 20×20 সাইজে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 8:23 PM IST