কুঁয়োয় কিলবিল করছে বিষাক্ত সাপ, সেখান খেকে ডুবন্ত ময়ূরকে বাঁচাল যুবক... দেখুন দুঃসাহসিক ভিডিও
Last Updated:
কুঁয়োয় নামা থেকে, প্রতিমুহূর্তে সাপেদের এড়িয়ে ময়ূরটিকে বাঁচানো...দেখুন সেই দুঃসাহসিক ভিডিও
#তামিলনাড়ু: কুঁয়োয় কিলবিল করছে সাপ, নিজের জীবনকে তুচ্ছ করে একটি ময়ূরকে বাঁচাতে সেই কুঁয়োয় নেমে পড়লেন যুবক! তামিলনাড়ুর বাসিন্দার এই সাহসী ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই 'ভাইরাল', যুবককে কুর্ণিশ জানিয়েছে নেটিজেনরা।
তামিলনাড়ুর তরুচিরাপল্লির থুরাইউর শহর... উড়তে গিয়ে অসাবধানতাবসত কুঁয়োয় পড়ে যায় একটি ময়ূর। সেই কুঁয়োটি আবার সাপেরদের আস্তানা...এই অবস্থায় ময়ূরটিকে বাঁচাতে অবলীলায় কুঁয়োয় নেমে পড়েন স্থানীয় এক যুবক, বাঁচান ময়ূরটিকে! কুঁয়োয় নামা থেকে, প্রতিমুহূর্তে সাপেদের এড়িয়ে ময়ূরটিকে বাঁচানো... ৩ মিনিট ২৬ সেকন্ডের এই ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে 'ভাইরাল'!
দেখে নিন হাঁড়হিম করা সেই ভিডিওটি--
advertisement
advertisement
ভিডিওটিতে দেখা যায়, কোমড়ে দড়ি বেঁধে ধীরে ধীরে কুঁয়োয় নামেন তামিলাড়ুর বাসিন্দা ওই যুবক। ধীরে ধীরে সাপেদের সায়েস্তা করে এগিয়ে যায় ডুবন্ত ময়ূরটির কাছে। প্রথমে ময়ূরটিকে ধরতে একটু বেগ পেতে হয়, কারণ পাখিটি ভয়ে শিঁটিয়ে ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ময়ূরটিকে ধরে নিজের কোলে বসায় যুবক। এরপর, কুঁয়োর উপরে থাকা ব্যক্তিদের সিগন্যাল দিলে, তাঁরা তাঁকে দড়ি ধরে টেনে তোলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2019 4:21 PM IST