Tamil Nadu Assembly Election Results 2021: হাফ সেঞ্চুরি ডিএমকে-র, এগিয়ে মেগাস্টার কমল হাসান
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
তামিলনাড়ুর কোলাতুর থেকে এগিয়ে ডিএমকে-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এমকে স্ট্যালিন
#চেন্নাই: ক্ষমতার পালবদল দেখতে পারে তামিলনাড়ু। প্রাথমিক ভাবে গণনা শুরু হতে দেখা গেল ৫২ আসনে এগিয়ে গেল ডিএমকে-কংগ্রেস জোট। অপরদিকে এআইএডিএমকে-বিজেপি জোট এগিয়ে মাত্র ৩৩টি আসনে।
তামিলনাড়ুর কোলাতুর থেকে এগিয়ে ডিএমকে-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এমকে স্ট্যালিন। অন্যদিনে কোয়েম্বাটুর দক্ষিণ থেকে এদিয়ে মেগাস্টার কমল হাসান। নিজের দল মাকাল নিধি মিয়ামের (এমএনএম) হয়ে কোয়াম্বাটোর দক্ষিণ থেকে লড়ছেন কমল হাসান।
বুথফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে (Tamil Nadu) পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। দেড়শোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেসের জোট সঙ্গী স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। তবে দক্ষিণের এই রাজ্যে খাতা খুলতে পারে বিজেপি। এদিকে পুদুচেরিতে ক্ষমতায় আসতে পারে বিজেপির সঙ্গী এআইএনআর (AINR)।
advertisement
advertisement

গত দশবছর ধরে তামিলনাড়ুতে ক্ষমতায় ছিল এআইএডিএমকে। তবে ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয় এআইএডিএমকে। নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু করেন ও পনিরসেলভাম এবং এডাপাড্ডি কে পালানিস্বামী। তবে বিজেপির মধ্যস্থতায় ফের এক হয়ে কাজ করতে শুরু করেন দুই নেতা।
advertisement
এই রাজ্যের ২৩৪ আসনে গত ৬ এপ্রিল ভোট হয়েছে। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ম্যাজিক ফিগার ১১৮।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 10:18 AM IST