Taliban| Panjasir| এখনও কেশাগ্র ছুঁতে পারেনি, পঞ্জশিরের প্রতিরোধ ভাঙতে যুদ্ধের ডাক তালিবানের

Last Updated:

Taliban| Panjasir| এএফপি সূত্রের খবর কয়েকশো তালিবান যোদ্ধারা অভেদ্য পঞ্জশিরে আহমেদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ বাহিনীর সঙ্গে লড়তে রওনা হচ্ছে।

#কাবুল: গোটা আফগানিস্তানের দখল নিলেও এই ভূ-খণ্ড কার্যত অজেয়। পঞ্জশিরে প্রতিরোধের দেয়াল ভাঙতে তাই এবার মরিয়া তালিবানরা। সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর কয়েকশো তালিবান যোদ্ধারা অভেদ্য পঞ্জশিরে আহমেদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ বাহিনীর সঙ্গে লড়তে রওনা হচ্ছে।
গত ১৫ আগস্ট কাবুলের দখল নেয় তালিবান। একে একে সমস্ত এলাকার পতন হলেও হিন্দুকুশ পর্বত সংলগ্ন এই পঞ্জশির তালিবান আধিপত্যের বাইরেই থেকে যায়। বরং আফগান সেনা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ এবং গনি জামানার ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বাড়ি বাড়ি গিয়ে প্রাক্তন সেনা ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে থাকেন অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য।
advertisement
২০১১ সালের কুখ্যাত ৯/১১-র দুদিন আগে আহমেদ মাসুদকে হত্যা করে আল-কায়দা বাহিনী। কিন্তু মৃত্যুর আগে অন্তত নয় হাজার মানুষকে একজোট করে আল-কায়দার বিরুদ্ধে তুমুল বীরত্ব প্রদর্শন করেছিলেন আহমেদ মাসুদ। পর্বতে ঘেরা পঞ্জশিরের ছেলেবুড়ো এই কিংবদন্তি জানে। সেই নজিরকে সামনে রেখেই তাই সালেহ-মাসুদ জুটি এখন প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা দুজনেই বলছেন, তালিবানের কাছে মৃত্যুর আগে পর্যন্ত মাথা নোয়াবে না।
advertisement
advertisement
রবিবার সৌদি আরবের আল আরাবিয়া নামক সংবাদমাধ্যমকে আহমেদ মাসুদ বলেন, "এভাবে চললে তালিবান খুব বেশিদিন নেই। আমরা আফগানিস্থানে রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে তৈরি।" মাসুদ বাহিনী বলছে, তালিবানের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা সম্ভব। কারণ মানুষ তাদের পছন্দ করে না। তালিবানদের হাতে অস্ত্রও সীমিত।
কিন্তু একথাও সত্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রেরিত সেনা আফগানিস্তান ছাড়ার পরে তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের দখল নিয়েছে তালিবানরা। কাজেই তাদের বিরুদ্ধে লড়াই করা খুব সহজ কথা নয়. একথা বিলক্ষণ জানেন মাসুদ-সালেহ জুটিও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Taliban| Panjasir| এখনও কেশাগ্র ছুঁতে পারেনি, পঞ্জশিরের প্রতিরোধ ভাঙতে যুদ্ধের ডাক তালিবানের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement