ফের স্বাভাবিক ছন্দে তাজমহল, বোমাতঙ্ক কাটিয়ে শুরু পর্যটক সমাগম
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
সাতসকালে বোমাতঙ্ক তাজমহলে! একটি হুমকি ফোন আসে যে, তাজমহলের ভিতরে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর পুলিশ জানায় যে, আসলে ভীতি ছড়ানোর জন্য এটি একটি ভুয়ো ফোন কল ছিল
#আগ্রা: সাতসকালে বোমাতঙ্ক তাজমহলে! একটি হুমকি ফোন আসে যে, তাজমহলের ভিতরে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর পুলিশ জানায় যে, আসলে ভীতি ছড়ানোর জন্য এটি একটি ভুয়ো ফোন কল ছিল। হুমকির পর কোনও ঝুঁকি না নিয়ে পুরো চত্বর খালি করে দেওয়া হয়৷ দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় আগ্রার এই বিশ্বখ্যাত সৌধ ও পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তল্লাশি চালায় বম্ব স্কোয়াডের সদস্যরা। তবে কিছুই পাওয়া যায়নি। বেলা সোয়া এগারোটা থেকে ফের দর্শকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল।
জানা যায় তাজমহলের পূর্ব ও পশ্চিম প্রবেশ পথ বন্ধ করে সমস্ত চত্বরটিই ভালো করে খুঁজে দেখেছে পুলিশ। ফোনটি ফিরোজাবাদ থেকে এসেছিল বলে সনাক্ত করা গিয়েছে। সেই মুহূর্তে প্রায় হাজারজন পর্যটক ছিলেন তাজমহলে। তাঁদের মুহূর্তের মধ্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তাঁদের বলা হয়েছিল যে, ভিভিআইপি আসছে বলে তাজমহল বন্ধ করে দেওয়া হচ্ছে৷ আতঙ্ক যাতে না ছড়ায় তাই এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
ফিরোজাদাবাদ থেকে আসা উড়ো ফোনে জনৈক ব্যক্তি বলেন, সেনাবাহিনীতে যে নিয়োগ চলছে আগ্রায়, তাতে নানান অসঙ্গতি আছে। সেজন্যই সে উত্তীর্ণ হতে পারেনি। এরপর তাজমহলে বোমা বিস্ফোরণ হবে বলে হুমকি দেয় সে। পুলিশ জানিয়েছে, আপাতত নিরাপদ তাজমহল। জানা গিয়েছে ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, সকালের বোমাতঙ্কের জেরে সাময়িকভাবে তাজমহল বন্ধ করা হয়। পর্যটকদের নিয়ে যাওয়া হয় বাইরে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ,সেখানে ফের পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2021 4:18 PM IST