বিশ্বহিন্দু পরিষদের বিরুদ্ধে লড়তে তোগাড়িয়ার নতুন দল 'অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ'

প্রবীণ তোগাড়িয়া ৷ ফাইল ছবি ৷

প্রবীণ তোগাড়িয়া ৷ ফাইল ছবি ৷

বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি প্রবীণ তোগাড়িয়া আজ নিজের নতুন সংগঠনের নাম ঘোষণা করেছেন ৷ তাঁর নতুন সংগঠনের নাম আন্তর্জাতিক হিন্দু পরিষদ ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি প্রবীণ তোগাড়িয়া আজ নিজের নতুন সংগঠনের নাম ঘোষণা করেছেন ৷ তাঁর নতুন সংগঠনের নাম অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ ৷ দলের নতুন নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি জানিয়েছেন ৷ নতুন দল গড়ে নতুন ভাবে সব সৃষ্টি করবেন তিনি ৷

    নতুন দলের জন্ম দিয়েছেন কিন্তু মনে করিয়েছেন দলের লক্ষ কিন্তু আগের মতই থাকবে ৷ নতুন সংগঠনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তোগাড়িয়া জানিয়েছেন আগামী ২৬ জুন তিনি অযোধ্যায় যাবেন ৷

    বেশ কিছুদিন আগেই বিশ্বহিন্দু পরিষদের সভাপতি পদ থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল ৷ এর জেরেই তিনি নতুন সংগঠন তৈরি করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

    তবে প্রবীণ তোগাড়িয়া বিশ্বহিন্দু পরিষদের শীর্ষ পদে বেশ কয়েক বছর ছিলেন ৷ তাঁকে দলীয় পদ থেকে সরতে হয়েছিল বলেই গত ১৭ এপ্রিল থেকে আহমেদাবাদে আমরণ অনশনে বসেছিলেন তোগাড়িয়া ৷

    আরও পড়ুন জম্মু-কাশ্মীরের রাস্তাই কি বিহারের ক্ষেত্রেও বেছে নেবে বিজেপি ! চর্চা সব মহলে . . .

    First published:

    Tags: Delhi, IHP, Praveen Togadia, VHP