টেবল মাউন্টেনের ওপর তৈরি বিমানবন্দরে ল্যান্ডিং ভীষণ কঠিন, কোঝিকোড়ের ঘটনা মনে করিয়ে দিল ম্যাঙ্গালোরের বিমান দুর্ঘটনা

Last Updated:

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মধ্যরাতে ট্যুইট করে জানিয়েছেন, উদ্ধার করা হয়েছে অভিশপ্ত প্লেনের সব যাত্রীকেই৷

#নয়াদিল্লি : ২০১০ -এ কর্ণাটকের ম্যাঙ্গালোরে একইভাবে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল৷ ২০২০-র ৭ অগাস্টের ব্ল্যাক ফ্রাইডে আবার সেই শিহরণ জাগিয়ে দিল৷ কোঝিকোড়ে -র বিমানবন্দর টেবিল ল্য়ান্ডের ওপর। বড় পাহাড় না হলেও এটা ছোট একটি পাহাড়ের ওপর চ্যাপ্টা সমতল ভূমি বলা যায় একে৷ এই ধরণের বিমানবন্দরে ল্যান্ডিং করানো খুবই বিপদজনক, এমনটাই জানাচ্ছেন বিমান চালকরা৷
আর এই ধরনের বিমানবন্দরের পাশে খাদ থাকায় ল্যান্ডিংয়ের সামান্য় গণ্ডগোলেই হয়ে যেতে পারে মারাত্মক বিপর্যয়৷ কোঝিকোড়ে এই বিমানবন্দরের চারদিকে অসংখ্য খাদ রয়েছে৷ এই টেবিল টপ মাউন্টেনে ল্যান্ডিং হয়ে যাওয়ার পর রানওয়েতে আর প্রায় কোনও জায়গাই থাকে না৷ তাই এই ধরনের বিমানবন্দরে বিমান অবতরণের ক্ষেত্রে সিনিয়র পাইলটকেই দায়িত্ব দেওয়া হয়৷
advertisement
advertisement
ম্যাঙ্গালোরেও এই ধরনের রানওয়ের ওপর থেকেই আগের দুর্ঘটনাটি ঘটে যায়৷ শুক্রবারের ঘটনার পর ডিজিসিএ-র নির্দেশক অরুণ কুমার জানিয়েছেন, ল্যান্ডিং সঠিকভাবে না হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে৷ প্রবল বৃষ্টি হচ্ছিল, আর তার কারণেই ৩৫ ফুট দূরের খাদে পড়ে যায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি৷
দুবাই থেকে যাত্রী নিয়ে ভারতে আসার পরেই এয়ারইন্ডিয়ার বিমান কোঝিকোড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে প্রাথমিক পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ল্যান্ডিংয়ের সময় বিমানে কোনও আগুন লাগেনি৷ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট X 1344 যা B737 এয়ারক্রাফট দ্বারা নিয়ন্ত্রিত হয় তা দুবাই থেকে কালিকটে আসছিল, সেটি কোঝিকোড়ে রানওয়ে থেকে বেরিয়ে যায়৷ ল্যান্ডিংয়ের সময় বিমানে কোনও আগুন লাগেনি৷ ’
advertisement
এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাতে জানান যে উদ্ধারকার্য শেষ হয়ে গেছে৷ তিনি জানিয়েছেন, মামল্লপুরমের উদ্ধারকারী দল তাঁকে এই বিষয়ে জানিয়েছেন৷
advertisement
এদিকে হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে যথেষ্ট গতিতে৷ তবে করোনা পরিস্থিতি এই আহতদের চিকিৎসা করানো বড় চ্যালেঞ্জ হাসপাতালের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টেবল মাউন্টেনের ওপর তৈরি বিমানবন্দরে ল্যান্ডিং ভীষণ কঠিন, কোঝিকোড়ের ঘটনা মনে করিয়ে দিল ম্যাঙ্গালোরের বিমান দুর্ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement