‘পিকে’র প্রচারে আইএসয়ের সাহায্য নিয়েছিলেন আমির: স্বামী

Last Updated:

রাম মাধবের পর এবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর নিশানা হলেন আমির খান ৷ ‘পিকে’ ছবির প্রচারের জন্য আমির খান পাকিস্তানের আইএসআই-এর সাহায্য নিয়েছিলেন বলে অভিযোগ করেন সুব্রহ্মণ্যম স্বামী ৷

#নয়াদিল্লি: রাম মাধবের পর এবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর নিশানা হলেন আমির খান ৷ ‘পিকে’ ছবির প্রচারের জন্য আমির খান পাকিস্তানের আইএসআই-এর সাহায্য নিয়েছিলেন বলে অভিযোগ করেন সুব্রহ্মণ্যম স্বামী ৷
PK_poster
শুক্রবার রাম মাধব আমিরের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, অটোচালকের আগে বাড়ির বউকে শিক্ষা দেওয়ার কথা উচিত আমিরের ৷ এদিন তার থেকে আরও এক ধাপ এগিয়ে শনিবার ভারতীয় জনতা পার্টি সুব্রহ্মণ্যম স্বামী সরাসরি আমিরের বিরুদ্ধে আইএসআই-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনলেন ৷ স্বামী এদিন বলেন- ‘আমি আমির খানের বক্তব্যকে কোনও গুরুত্ব দিই না ৷ আমি জানি ও নিজের সিনেমা পিকে-র প্রচারের জন্য পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিস আইএসআইয়ের সাহায্য নিয়েছিল ৷ ’ অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খোলার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না আমিরের ৷ একের পর এক বিজেপি নেতাদের শ্লেষ ধেয়ে আসছে তার দিকে ৷ কখনও সরানো হচ্ছে সরকারি ক্যাম্পেন থেকে, কখনও কমে যাচ্ছে মিস্টার পারফেকশনিস্টদের নিরাপত্তা ৷ প্রসঙ্গত, এর আগেও ‘পিকে’ সিনেমার ফান্ডিং ও স্পনসর নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘পিকে’র প্রচারে আইএসয়ের সাহায্য নিয়েছিলেন আমির: স্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement