• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • India vs England: খেলছেন ক্রুনাল, প্রসিদ্ধ, টসে জিতে বল করার সিদ্ধান্ত ইংল্যান্ডের

India vs England: খেলছেন ক্রুনাল, প্রসিদ্ধ, টসে জিতে বল করার সিদ্ধান্ত ইংল্যান্ডের

কোহলি এবং মর্গ্যান দুজনেই মরিয়া একদিনের সিরিজ জিততে

কোহলি এবং মর্গ্যান দুজনেই মরিয়া একদিনের সিরিজ জিততে

আবার টসে হেরে বসলেন বিরাট কোহলি। প্রথমে বল করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড।

 • Share this:

  #পুণে: আবার টসে হেরে বসলেন বিরাট কোহলি। প্রথমে বল করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। তবে এই মাঠেই চার বছর আগে প্রায় ৩৫০ রান তাড়া করে জিতেছিল ভারত। সেবারও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। বিরাট জানিয়ে দিলেন প্রথমে ব্যাট করতে হচ্ছে বলে খুব একটা চিন্তিত নন তিনি। টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ দুটোতেই পিছিয়ে থেকে জয় পেয়েছিল ভারত। আজ মঙ্গলবার থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।

  উত্তেজনার পারদ চড়ছে। টেস্ট সিরিজে দেখা গিয়েছিল বিরাট কোহলির সঙ্গে বেন স্টোকস কথা কাটাকাটিতে জড়িয়েছেন। টি টোয়েন্টিতে বাটলার বনাম বিরাট মৌখিক লড়াই দেখা গিয়েছে। ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান অবশ্য পরিষ্কার করে দিয়েছেন দুই দলের স্বাভাবিক সম্পর্কে এর ফলে কোনও প্রভাব পড়েনি। মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ। ব্যাপারটা আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখাই ভাল। এই উত্তেজনার আবহে একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলতে নামছে ভারতের বিপক্ষে।

  পুনের মাঠে সাধারণত প্রচুর রান ওঠে। মসৃণ আউটফিল্ড। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও সাহায্য পান। আর্চার এবং রুটকে এই সিরিজে পাচ্ছে না ইংল্যান্ড। তাই অভিজ্ঞ এই দুই ক্রিকেটারে র অভাব কীভাবে সামাল দেয় ইংরেজরা সেটাই দেখার। ভারত অবশ্য আক্রমনাত্মক ক্রিকেট খেলেই সিরিজ জিততে চায়। ওপেনিং পার্টনারশিপ রোহিত এবং শিখর ধাওয়ান কতটা সফল হন তার ওপর নির্ভর করছে ভারতের ভাগ্য। অধিনায়ক বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া র অল রাউন্ড পারফরম্যান্স কেমন হয় সেটাও দেখার। তবে আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই একদিনের সিরিজ প্রয়োজন ছিল কি না প্রশ্ন উঠছে।

  Published by:Rohan Chowdhury
  First published: