Suvendu Adhikari: সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর! 'পঞ্চায়েত' মামলায় আবেদন খারিজ করল শীর্ষ আদালত!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Suvendu Adhikari || Supreme Court: পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলায় রাজ্যের আসন্ন হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি: পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলায় রাজ্যের আসন্ন হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। মে মাসে ভোট। বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘এখন তাদের ভোট করাতে কী ভাবে বাধা দেব আমরা।’’ বার অ্যান্ড বেঞ্চের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই খবর প্রকাশিত হয়েছে।
advertisement
advertisement
এই মামলায় বিরোধী দলনেতার অভিযোগ ছিল, ২০১১ সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র গণনা হয়নি। যদিও জবাবে নির্বাচন কমিশন বলেছিল, তারা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছে। কিন্তু শুভেন্দু সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন। কিন্তু বিষয়টিতে হাই কোর্ট হস্তক্ষেপ করতে রাজি না হওয়ায় তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।
advertisement
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করে শুভেন্দু প্রশ্ন তুলেছিলেন রাজ্যের অনগ্রসর সম্প্রদায়ের গণনা নিয়ে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশন। তার পরেই সু্প্রিম কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই আবেদনে এ বার শীর্ষ আদালতেও ধাক্কা খেলেন বিরোধী দলনেতা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
April 06, 2023 5:38 PM IST