Suvendu Adhikari Sukanta Majumdar: সন্দেশখালি প্রসঙ্গ রাজধানীতে! জেএনইউ ক্যাম্পাসে শুভেন্দু-সুকান্তর জোড়া তোপ বাম-তৃণমূলকে

Last Updated:

Suvendu Adhikari Sukanta Majumdar: সন্দেশখালি প্রসঙ্গ এবার রাজধানীর ক্যাম্পাসে তুলে ধরলেন বঙ্গ বিজেপির অন্যতম দুই মুখ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার। দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটির এবিভিপির ইউনিট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শনিবার আমন্ত্রণ জানিয়েছিল।

শুভেন্দু-সুকান্তর জোড়া তোপ
শুভেন্দু-সুকান্তর জোড়া তোপ
নয়াদিল্লি: সন্দেশখালি প্রসঙ্গ এবার রাজধানীর ক্যাম্পাসে তুলে ধরলেন বঙ্গ বিজেপির অন্যতম দুই মুখ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার। দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটির এবিভিপির ইউনিট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শনিবার আমন্ত্রণ জানিয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের সামনে সন্দেশখালিতে মহিলাদের ওপর নারকীয় অত্যাচারের অভিযোগ-সহ নানান বিষয় বিস্তারিতভাবে এদিন তুলে ধরেন শুভেন্দু- সুকান্তরা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে সরব হন দুই বঙ্গ পদ্ম নেতা। প্রথম দিন থেকে সন্দেশখালিতে কী কী হয়েছে তা সমস্তটাই উল্লেখ করেন তাঁরা। বিজেপি কেমন ভাবে সেখানে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে। মহিলাদের ওপর নির্যাতন-সহ একাধিক ইসুতে শাসক দল ও রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু- সুকান্তরা। বাম ছাত্র রাজনীতির ঘাঁটিতে গিয়ে সুকান্ত বলেন,”বাম জমানার মতোই অত্যাচার চালাচ্ছে তৃণমূল”।
advertisement
advertisement
“মমতা সরকারের কোনও মমতা নেই মানুষের প্রতি।” শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারী সকল ছাত্রছাত্রীদের সন্দেশখালির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শনিবার সন্ধেয় জেএনইউতে ছাত্রছাত্রীদের সামনে সন্দেশখালির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বঙ্গ পদ্ম সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির আমন্ত্রণে দিল্লির জেএনইউ ক্যাম্পাসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু- সুকান্ত।
advertisement
শনিবার শিপ্রা হোস্টেল ইউনিভার্সিটি ক্যাম্পাসেই সন্দেশখালি ইসুতে তৃণমূলকে নিশানা করে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। গত কয়েকদিন ধরেই সন্দেশখালিকে সামনে রেখে উত্তাল রাজ্য রাজনীতি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সম্প্রতি দিল্লিতে বিজেপির দুদিনের জাতীয় অধিবেশনেও রাজনৈতিক প্রস্তাবে সন্দেশখালি প্রসঙ্গ উঠে আসে। লোকসভা ভোটের আগে রাজ্যজুড়ে সন্দেশখালি ইসুকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চায় গেরুয়া শিবির।
advertisement
দেশের বিভিন্ন রাজ্যেও ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনাকে নিয়ে সরব হয়েছে পদ্ম নেতারা। শুধুমাত্র দুর্নীতি নয়, লোকসভা ভোটের প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার এখন সন্দেশখালি। সন্দেশখালি ইসুকে জাতীয় ইস্যুতে পরিণত করতে চাইছে গেরুয়া শিবির। এই প্রেক্ষাপটে বঙ্গ বিজেপির সভাপতি ও বিরোধী দলনেতার দিল্লির জেএনইউ ক্যাম্পাসে সন্দেশখালি নিয়ে আলোচনায় অংশ নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Suvendu Adhikari Sukanta Majumdar: সন্দেশখালি প্রসঙ্গ রাজধানীতে! জেএনইউ ক্যাম্পাসে শুভেন্দু-সুকান্তর জোড়া তোপ বাম-তৃণমূলকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement