#নয়াদিল্লি: চলতি বছরে বন্ধই থাকছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এদিন বিবৃতি দিয়ে এমনটাই জানাল। আন্তর্জাতিক রুটে অসামরিক বিমান না চললেও পণ্য পরিষেবা (কার্গো) ব্যহত হবে না বলেই জানিয়েছে জিজিসিএ।
সংস্থার তরফে জারি করা নোটিসে বলা হয়েছে,আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকছে। তবে ক্ষেত্র বিশেষে কিছু রুটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তর্জাতিক উড়ানকে বাধা দেওয়া হবে না। চালু থাকবে আন্তর্জাতিক কার্গো পরিষেবাও।'
— DGCA (@DGCAIndia) November 26, 2020
এই বছর মার্চ মাসে করোনা অতিমারীর কারণে দেশজুড়ে লকডাউন জারি হলে অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় উড়ান পরিষেবা। ক্রমে ধাপে ধাপে অন্তর্দেশীয় উড়ান পরিষেবা চালু হলেও বন্ধই ছিল আন্তর্জাতিক বিমান ওঠানামা। মে মাস থেকে বিদেশে আটকে থাকা প্রবাসী ভারতীয়দের ঘরে ফেরাতে চালু হয় বন্দে ভারত পরিষেবা। সেই এয়ার বাবল ব্যবস্থা এখনও চালু থাকছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Covid Guideline, DGCA, International Flights