রাজধানীতে হামলার ছক! এনকাউন্টারে ধৃত আইসিস জঙ্গি আবু ইউসুফ খান
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
কাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে রাজধানীতে। বুদ্ধজয়ন্তী পার্ক এলাকায় এনএসজির বিশেষ দল ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
#নয়াদিল্লি: শনিবার ভোররাতে অগ্নিগর্ভ হয়ে উঠল রাজধানী দিল্লির পরিস্থিতি। সূত্র মারফত খবর পেয়ে রিজ রোড এলাকা থেকে আইসিস জঙ্গি আবু ইউসুফ খানকে পাকড়াও করল দিল্লি পুলিশের বিশেষ দল। তার কাছে প্রচুর পরিমাণে আইইডি বিস্ফোরক মজুত ছিল।
শনিবার ভোর রাতে দিল্লি পুলিশ খবর পায় রাজধানীতে ঘাঁটি গে়ড়েছে আবু ইউসুফ। নাশকতা চালাতে পারে সে এমন খবরও মেলে। তড়িঘড়ি দিল্লি পুলিশের বিশেষ দল, রিজ রো়ড ঘিরে ফেলে। ক্রমেই বৃত্ত ছোট করতে করতে কারোল বাগ এবং ধালুয়া কাউনের মাঝামাঝি এনকাউন্টার শুরু হয়। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে আবু ইউসুফ। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ তাকে কোনঠাসা করে ফেলে। তার কাছে ব্যাপক পরিমানে আইইডি বিস্ফোরক ও পিস্তল উদ্ধার হয়েছে।সূত্রের খবর, প্রেশার কুকারে প্রায় ১৫ কেজি আইইডি বিস্ফোরক মজুত করেছিল এই জঙ্গি। উদ্ধার হওয়া বিস্ফোরক পরীক্ষা করবে বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও এনএসজি।
advertisement
Delhi: National Security Guard (NSG) commandos have been deployed near Buddha Jayanti Park in Ridge Road area.
One ISIS operative was arrested from the site with Improvised Explosive Devices (IEDs), earlier today by Delhi Police Special Cell. pic.twitter.com/wQvQXNykrR — ANI (@ANI) August 22, 2020
advertisement
advertisement
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডেপুটি কমিশনার প্রমোদ সিং কুশওয়া জানিয়েছেন, "কয়েক প্রস্থ গুলিবিনিময়ের পরে রিজ রোডে অভিযুক্ত ধরা পড়েছে। প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত ছিল তাঁর কাছে।"
The IEDs were found in a pressure cooker; the weight yet not clear, it will be confirmed after the investigation: Delhi Police One ISIS operative was arrested from the site with Improvised Explosive Devices (IEDs), earlier today by Delhi Police Special Cell.
— ANI (@ANI) August 22, 2020
advertisement
এদিন সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে রাজধানীতে। বুদ্ধজয়ন্তী পার্ক এলাকায় এনএসজির বিশেষ দল ব্যাপক তল্লাশি চালাচ্ছে। নজর রাখা হচ্ছে বহিরাগতদের গতিবিধির উপরে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2020 10:51 AM IST