Susmita Dev: অসমের মেয়ে, বাংলা থেকে সাংসদ, কাজের লক্ষ্য আগামীদিনে Tripura জয়, অকপট সুস্মিতা 

Last Updated:

(Susmita Dev) )ত্রিপুরার রাজনৈতিক কর্মসূচী থেকেই শুরু করে দিতে চান নয়া ইনিংস

  Susmita Dev is confident of doing well in Tripura Assam girl is focuded for future
  Susmita Dev is confident of doing well in Tripura Assam girl is focuded for future
#কলকাতা: রাজ্যসভায় (Rajya Sabha) সাংসদ পদ একেবারে নিশ্চিত। পদ্ম শিবিরের তরফ থেকে কোনও প্রার্থী দেওয়া হচ্ছে না রাজ্যসভার ভোটে। বাংলার বিধায়কদের ভোটে, অসমের মেয়ে তৃণমূলের সাংসদ নির্বাচিত হলেও, আগামী দিনে যে তার নজর ত্রিপুরাতেই (Tripura) থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন সন্তোষ মোহন দেবের কন্যা, লোকসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev)।
আর সেই লক্ষ্যেই আগামী কাল ত্রিপুরায় (Susmita Dev on Tripura) অভিষেক বন্দোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচী পালন করতে উঠেপড়ে নেমে পড়লেন তিনি। তার চ্যালেঞ্জ ত্রিপুরায়, পারলে তাদের আটকে দেখাও। আসাম নয় সুস্মিতা দেবের (Susmita Dev) লক্ষ্য আসলে ত্রিপুরাই। মমতা বন্দোপাধ্যায়ের কাছে সুস্মিতা পণ করেছেন, ত্রিপুরা তিনি বিজেপির থেকে ছিনিয়ে আনবেন। প্রসঙ্গত, অভিষেক বন্দোপাধ্যায়ের ত্রিপুরার মিছিলে শিলচর,কাছাড়, বরাক থেকে সুস্মিতা লোক নিয়ে আসছেন বলে অভিযোগ করেছে বিজেপি। আর তারই জবাব দিতে গিয়ে সুস্মিতা দেব জানিয়েছেন, "আমার সাথে ত্রিপুরার যোগ, বিজেপির একাধিক নেতার চেয়ে অনেক বেশি আছে। আমি আমার বাবার সাথে বহুবার এখানে এসেছি। বাবার সূত্র ধরে আমার যোগাযোগ আছে এখানের মানুষের সাথে। রাজ্যের মানুষ আমাকে চেনেন।" ভিন রাজ্য থেকে মানে আসাম থেকে লোক নিয়ে আসার অভিযোগ করেছে বিজেপি।
advertisement
advertisement
সুস্মিতার (Susmita Dev) বক্তব্য, "ত্রিপুরার (Tripura) বিজেপি আগে বরাক বিজেপির সাথে তাদের যোগাযোগ ঠিক করে রাখুক। বিজেপি একদিকে বলছে আমার সাথে কেউ নেই৷ আবার অন্যদিকে বলছে আমি লোক নিয়ে আসছি। এটা কি করে সম্ভব হয়? আসলে ওরা যে মিথ্যা কথা বলছে তা প্রমাণিত।" এরই মধ্যে অবশ্য সুস্মিতাকে রাজ্যসভায় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কেন সুস্মিতাকে দলে টানতে তৎপরতা বাড়িয়েছে  বাংলার শাসক দল? রাজনৈতিক মহল বলছে, সুস্মিতার দীর্ঘদিনের রাজনৈতিক জ্ঞান। কংগ্রেসের সর্বভারতীয় মহিলা সংগঠনের শীর্ষে থেকেও দায়িত্ব সামলেছেন তিনি। তাছাড়াও সন্তোষ দেবের কন্যা হিসেবেও দেশের রাজনীতিতে সুস্মিতার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সর্বোপরি, মহিলা মুখ হিসেবে অসম ও ত্রিপুরায় সুস্মিতা দেবই হতে পারেন তৃণমূলের ট্রাম্প কার্ড। এ রাজ্যের বিধানসভা নির্বাচনে 'বাংলা নিজের মেয়েকে চায়' স্লোগানে ভর করে তৃতীয় বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল। এই পরিস্থিতিতে অসম ও ত্রিপুরায় একজন মহিলাকে সামনে রেখে এগোলে ডিভিডেন্ট মিলতে পারে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।
advertisement
অপরদিকে, সুস্মিতার দলত্যাগে বিড়ম্বনায় পড়েছে কংগ্রেসে। সুস্মিতা দেবের পদত্যাগ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার বক্তব্য, "সুস্মিতা ভালো মানুষ। ভালো রাজনীতিক। তিনি কেন আচমকা দল ছাড়লেন তা আমাদের জানা ছিল না।" কিন্তু কংগ্রেসের 'বিদ্রোহী' নেতা কপিল সিব্বল রীতিমতো দলীয় নেতৃত্বকেই নিশানা করেছিলেন।সুস্মিতা দেব জানিয়েছেন, ত্রিপুরাই আমার লড়াই। এখন থেকেনপ্রথম নজর আমাদের ত্রিপুরাই। বিপ্লব দেবের সরকার ও পুলিশকে সকলের সামনে এক্সপোজ করতে চাই। কেন বারবার বাধা দিচ্ছে তাই আদালতের দ্বারস্থ হয়েছি৷ জনতার আদালতে আমাদের জয় হবেই।
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Susmita Dev: অসমের মেয়ে, বাংলা থেকে সাংসদ, কাজের লক্ষ্য আগামীদিনে Tripura জয়, অকপট সুস্মিতা 
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement