হার্ট অ্যাটাকের ঠিক এক ঘণ্টা আগে কুলভূষণ যাদবের আইনজীবীকে ফোন করেছিলন সুষমা, কী বলেছিলেন...
Last Updated:
প্রবল বুকে ব্যথা নিয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে নিয়ে আসা হয় দিল্লির এইমসে।
#নয়াদিল্লি: প্রবল বুকে ব্যথা নিয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে নিয়ে আসা হয় দিল্লির এইমসে। প্রাথমিক ভাবে জরুরি বিভাগেই শুরু হয় তাঁর চিকিৎসা। মাত্র আধঘণ্টার মধ্যেই সব শেষ। ৬৭ থামল বিজেপি নেত্রীর জীবন।
পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে যুক্ত মামলার উপর নজর রেখেছিলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ৷ তাই বর্তমানে বিদেশ মন্ত্রী না হওয়া সত্ত্বেও কুলভূষণের আইনজীবীর সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছিলেন ৷ জানা গিয়েছে, যে মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগে হরিশ সালভেকে তার ফি ১ টাকা দেওয়ার জন্য ডেকেছিলেন ৷ হরিশ সালভে ICJ তে কুলভূষণের মামলায় ভারতের প্রতিধিত্ব করার জন্য ১ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন ৷
advertisement
সুষমা স্বরাজের মৃত্যুর পর হরিশ সালভে একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে যে মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগে সুষমা স্বরাজের সঙ্গে তার কথা হয় ৷ তিনি বলেন, ‘৮:৫০ নাগাদ প্রাক্তন বিদেশমন্ত্রীর সঙ্গে তার কথা হয় ৷ সুষমাজি আমাকে ডেকেছিলেন ৷ বলেছিলেন এসে আমার সঙ্গে দেখা করো ৷ যে মামলা আপনি জিতেছেন তার পারিশ্রমিক ১ টাকা নিয়ে যান ৷ উনি আমায় পরের দিন ৬ টার সময় পারিশ্রমিক নেওয়ার জন্য ডেকেছিলেন ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2019 10:00 AM IST