নয়া দিল্লি: গত মাসের ২৯ ও ৩০ তারিখ আয়োজিত হয় নেটওয়ার্ক ১৮-এর 'রাইসিং ইন্ডিয়া সামিট ২০২৩'! দু'দিন ব্যাপী এই অনুষ্ঠানে নিউজ ১৮ একটি সমীক্ষা চালায়। ইনস্টাগ্রাম ও ট্যুইটারে মানুষদের থেকে দুটো প্রশ্নের প্রতিক্রিয়া চাওয়া হয়। প্রথম প্রশ্ন ছিল-- ১) আপনাদের কী মনে হয়, পদ্ম অ্যাওয়ার্ডস-এর মতো পুরস্কার গত এক দশকে অনেক বেশি গণতান্ত্রিক রূপ পেয়েছে ? এখন অনেক বেশি ভারতীয় তাঁদের অনন্যা কাজের জন্য স্বীকৃতি পাচ্ছেন?দ্বিতীয় প্রশ্ন ছিল-- ২) সরকারী নীতি কি ভারতকে 'ম্যানুফ্যাকচারিং সুপারপাওয়ার'-এ পরিণত করতে পারে?
প্রথম প্রশ্নের উত্তরের ৪টি অপশন ছিল-- ১), হ্যাঁ, ২) খানিকটা, ৩) না, ৪) বলতে পারব না
ইনস্টাগ্রামে ৫০ শতাংশ নেটিজেন মনে করেন, গত ১০ বছরে পদ্ম পুরস্কারের মতো সিভিলিয়ান অ্যাওয়ার্ড অনেক বেশি মাত্রায় গণতান্ত্রিক রূপ পেয়েছে। সাধারণ মানুষ তাঁদের কাজের জন্য স্বীকৃত হচ্ছেন। ১৯ শতাংশ মানুষ মনে করছেন পদ্ম পুরষ্কার খানিকটা গণতান্ত্রিক হয়েছে গত ১০ বছরে। ১৬ শতাংশ নেটাগরিক মনে করছেন পদ্ম পুরষ্কাআর মোটেও গণতান্ত্রিক হয়নি। ১৫ শতাংশ মানুষ 'বনতে পারব না' অপশন-এ ক্লিক করেছেন।
ট্যুইটারে ৮৩.১০ শতাংশ নেটিজেন মনে করছেন গত ১০ বছরে পদ্ম পুরস্কারের মতো সিভিলিয়ান অ্যাওয়ার্ড অনেক বেশি মাত্রায় গণতান্ত্রিক রূপ পেয়েছে। ২.৮০ শতাংশ 'কিছুটা' বা 'খানিকটা' অপশন বেছেছেন। ৯.৯০ শতাংশ 'না' অপশন-এ ক্লিক করেছেন। ৪.২ শতাংশ নেটাগরিক 'বলতে পারব না' অপশন বেছে নিয়েছেন।
দ্বিতীয় প্রশ্নের উত্তরের ৩টি অপশন ছিল--১) হ্যাঁ, ২) বলতে পারেন, ৩) উন্নতি দরকার।
সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নের উত্তরে ৫৭.৯০ শতাংশ নেটিজেন বলছেন হ্যাঁ। ১০.৫ শতাংশ 'বলতে পারেন ' অপশন ক্লিক করেছেন। ৩১.৬০ শতাংশ মনে করছেন উন্নতি প্রয়োজন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rising India Summit 2023