Survey Of News18: গত ১০ বছরে পদ্ম পুরস্কার অনেক বেশি গণতান্ত্রিক, এমনটাই মত ৮৩.১০ শতাংশের

Last Updated:

গত মাসের ২৯ ও ৩০ তারিখ আয়োজিত হয় নেটওয়ার্ক ১৮-এর 'রাইসিং ইন্ডিয়া সামিট ২০২৩'! দু'দিন ব্যাপী এই অনুষ্ঠানে নিউজ ১৮ একটি সমীক্ষা চালায়। ইনস্টাগ্রাম ও ট্যুইটারে মানুষদের থেকে দুটো প্রশ্নের প্রতিক্রিয়া চাওয়া হয়

নয়া দিল্লি: গত মাসের ২৯ ও ৩০ তারিখ আয়োজিত হয় নেটওয়ার্ক ১৮-এর 'রাইসিং ইন্ডিয়া সামিট ২০২৩'! দু'দিন ব্যাপী এই অনুষ্ঠানে নিউজ ১৮ একটি সমীক্ষা চালায়। ইনস্টাগ্রাম ও ট্যুইটারে মানুষদের থেকে দুটো প্রশ্নের প্রতিক্রিয়া চাওয়া হয়। প্রথম প্রশ্ন ছিল-- ১) আপনাদের কী মনে হয়, পদ্ম অ্যাওয়ার্ডস-এর মতো পুরস্কার গত এক দশকে অনেক বেশি গণতান্ত্রিক রূপ পেয়েছে ? এখন অনেক বেশি ভারতীয় তাঁদের অনন্যা কাজের জন্য স্বীকৃতি পাচ্ছেন?
দ্বিতীয় প্রশ্ন ছিল-- ২) সরকারী নীতি কি ভারতকে 'ম্যানুফ্যাকচারিং সুপারপাওয়ার'-এ পরিণত করতে পারে?
প্রথম প্রশ্নের উত্তরের ৪টি অপশন ছিল-- ১), হ্যাঁ, ২) খানিকটা, ৩) না, ৪) বলতে পারব না
advertisement
ইনস্টাগ্রামে ৫০ শতাংশ নেটিজেন মনে করেন, গত ১০ বছরে পদ্ম পুরস্কারের মতো সিভিলিয়ান অ্যাওয়ার্ড অনেক বেশি মাত্রায় গণতান্ত্রিক রূপ পেয়েছে। সাধারণ মানুষ তাঁদের কাজের জন্য স্বীকৃত হচ্ছেন। ১৯ শতাংশ মানুষ মনে করছেন পদ্ম পুরষ্কার খানিকটা গণতান্ত্রিক হয়েছে গত ১০ বছরে। ১৬ শতাংশ নেটাগরিক মনে করছেন পদ্ম পুরষ্কাআর মোটেও গণতান্ত্রিক হয়নি। ১৫ শতাংশ মানুষ 'বনতে পারব না' অপশন-এ ক্লিক করেছেন।
advertisement
ট্যুইটারে ৮৩.১০ শতাংশ নেটিজেন মনে করছেন গত ১০ বছরে পদ্ম পুরস্কারের মতো সিভিলিয়ান অ্যাওয়ার্ড অনেক বেশি মাত্রায় গণতান্ত্রিক রূপ পেয়েছে। ২.৮০ শতাংশ 'কিছুটা' বা 'খানিকটা' অপশন বেছেছেন। ৯.৯০ শতাংশ 'না' অপশন-এ ক্লিক করেছেন। ৪.২ শতাংশ নেটাগরিক 'বলতে পারব না' অপশন বেছে নিয়েছেন।
দ্বিতীয় প্রশ্নের উত্তরের ৩টি অপশন ছিল--১) হ্যাঁ, ২) বলতে পারেন, ৩) উন্নতি দরকার।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নের উত্তরে ৫৭.৯০ শতাংশ নেটিজেন বলছেন হ্যাঁ। ১০.৫ শতাংশ 'বলতে পারেন ' অপশন ক্লিক করেছেন। ৩১.৬০ শতাংশ মনে করছেন উন্নতি প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Survey Of News18: গত ১০ বছরে পদ্ম পুরস্কার অনেক বেশি গণতান্ত্রিক, এমনটাই মত ৮৩.১০ শতাংশের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement