শাহিনবাগে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করে বিক্ষোভ নয়: সুপ্রিমকোর্ট

Last Updated:

শীর্ষ আদালতের দাবি, রাস্তা আটকে এভাবে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চলতে পারে না।

#নয়াদিল্লি: সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে এখনও বিক্ষোভ চলছে। কিন্তু তা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল হয়েছিল জানুয়ারির শেষে। শুনানি শেষে শাহিনবাগের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দাবি, রাস্তা আটকে এভাবে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চলতে পারে না।
এনআরসি-এনপিআর-এর প্রতিবাদে ১৫ ডিসেম্বর থেকে বিক্ষোভ চলছে। ফলে ট্রাফিকের গতি শ্লথ, মানুষ সমস্যায় পড়ছেন। এইসব জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল ৭ ফেব্রুয়ারি। কিন্তু দিল্লির নির্বাচন থাকায় তা পিছিয়ে যায়। সোমবার শুনানি হয়। সেখানেই বিচারপতি জানান, “জনগণের রাস্তা আটকে এভাবে বিক্ষোভ চলতে পারে না।” সুপ্রিম কোর্টের মন্তব্য, "ধরনার জায়গা নির্দিষ্ট থাকা উচিত।"
advertisement
এদিন শাহিনবাগ মামলার শুনানি শেষে আদালত নোটিস পাঠায় দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি সরকারকে। তাতে জানতে চাওয়া হয়েছে, “কী ভাবে এটা দিনের পর দিন চলছে?” আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার ফের শুনানির দিন ঠিক করেছে সুপ্রিম কোর্ট। শাহিনবাগে অবস্থান বিক্ষোভের জেরে স্থানীয় বাসিন্দা, এলাকাবাসীদের সমস্যা হচ্ছে বলে আদালতের দ্বারস্থ হন আইনজীবী অমিত সাহিনি ও বিজেপি নেতা নন্দ কিশোর গর্গ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শাহিনবাগে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করে বিক্ষোভ নয়: সুপ্রিমকোর্ট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement