Ratan Tata Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির অপসারণের সিদ্ধান্ত ভুল নয়, টাটার মতে সায় দিল সুপ্রিম কোর্ট!

Last Updated:

প্রধান বিচারপতি এস এ বোবদে (SA Bobde)-র ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আইনগত প্রশ্নগুলি টাটা গ্রুপের পক্ষেই গিয়েছে।

#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে জিতল টাটা গ্রুপ (Tata Sons)। সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry)-কে সরিয়ে দেওয়ায় কোনও ভুল ছিল না বলে এই রায়ে জানিয়ে দিল শীর্ষ আদালত। পাশাপাশি NCLAT (ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইবুনাল)-র রায়কে খারিজ করল তারা।
প্রধান বিচারপতি এস এ বোবদে (SA Bobde)-র ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আইনগত প্রশ্নগুলি টাটা গ্রুপের পক্ষেই গিয়েছে।
২০১২ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসানো হয় সাইরাসকে। প্রায় চার বছর এই পদে কাজ করার পর ২০১৬-র ২৪ অক্টোবর ভোটের মাধ্যমে তাঁকে এই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় টাটা গ্রুপ। সাইরাসকে সরানোর পর অন্তর্বতীকালীন চেয়ারম্যান হন রতন টাটা (Ratan Tata)। কয়েকমাস পর নটরাজন চন্দ্রশেখরনকে (Natarajan Chandrasekaran) গ্রুপের চেয়ারম্যান করা হয়। তার পর NCLAT-তে যায় টাটা সন্স। যান সাইরাসও।
advertisement
advertisement
এই ঘটনার তিন বছর পর ১৮ ডিসেম্বর, ২০১৯-এ ট্রাইবুনাল রায় দেয়, সাইরাসকে সরানো এবং নটরাজন চন্দ্রশেখরনকে গ্রুপের চেয়ারম্যান করা দু'টোই অবৈধ। পাশাপাশি টাটা সন্সের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রিকে ফেরানোর নির্দেশ দেওয়া হয়।
ট্রাইবুনালের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২ জানুয়ারি, ২০২০-তে সুপ্রিম কোর্টে যায় টাটা সন্স। ৬ জানুয়ারি থেকে মামলাটির শুনানি শুরুর আর্জি জানানো হয় সংস্থার পক্ষ থেকে। তার আগে ৫ জানুয়ারি সাইরাস যদিও জানিয়ে দেন, NCLAT নির্দেশ দিলেও টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরতে চান না তিনি। পাশাপাশি বলেন, "টাটা সন্সের আংশিক অংশীদার হিসেবে অধিকার রক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ করব। বোর্ড অফ টাটা সন্সের যে পদে তিরিশ বছর ধরে আছি, সেই পদের স্বচ্ছতা এবং মর্যাদা রক্ষা করব।"
advertisement
২০২০-র পর আজ এই নিয়ে সুপ্রিমকোর্ট রায় দেয়। জানিয়ে দেয় সাইরাসকে সরিয়ে দেওয়া অবৈধ ছিল না।
এ বিষয়ে রতন টাটা জানান, হারা জেতার ইস্যু এটা নয়। গোষ্ঠীর নৈতিক আচরণ এবং আমার সততার উপরে বার বার আক্রমণ করা হয়েছে। টাটা সন্সের পক্ষে এই রায় মূল্যবোধ ও নৈতিকতাকে প্রতিষ্ঠা করে যা সব সময়ে টাটা সন্সকে পথ দেখিয়েছে। আমাদের বিচার ব্যবস্থা এক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচারের রাস্তা দেখিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ratan Tata Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির অপসারণের সিদ্ধান্ত ভুল নয়, টাটার মতে সায় দিল সুপ্রিম কোর্ট!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement