Supreme court on paper ballot: ইভিএম-এর বদলে ফিরবে কাগজের ব্যালট? ব়ড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

মামলাকারী কে এল পাল আবেদনে জানান, চন্দ্রবাবু নাইডু এবং ওয়াই এস জগন মোহন রেড্ডির মতো নেতাও অতীতে ইভিএমে কারচুপির অভিযোগ করেছেন৷

ব্যালট পেপারে ভোট নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের৷
ব্যালট পেপারে ভোট নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের৷
নয়াদিল্লি: ইভিএম বাতিল করে ফিরিয়ে আনা হোক কাগজের ব্যালট৷ ইভিএমে কারচুপি করা সম্ভব, এই অভিযোগ তুলে কাগজের ব্যালটে ভোটদানের ব্যবস্থা ফেরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কে এ পাল নামে এক ব্যক্তি৷ যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং পি ভি ভারেল৷
এই আবেদনের যৌক্তিকতা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়ে দুই বিচারপতি মন্তব্য করেন, যখন রাজনৈতিক দলগুলি ভোটে জেতে তখন তারা ইভিএম নিয়ে কোনও অভিযোগ করে না৷ কিন্তু ভোটে হারলেই ইভিএম নিয়ে সরব হয় তারা৷
advertisement
advertisement
মামলাকারী কে এল পাল আবেদনে জানান, চন্দ্রবাবু নাইডু এবং ওয়াই এস জগন মোহন রেড্ডির মতো নেতাও অতীতে ইভিএমে কারচুপির অভিযোগ করেছেন৷ এই যুক্তি শুনে দুই বিচারপতি বলেন, ‘চন্দ্রবাবু নাইডু এবং জগন মোহন রেড্ডিরা যখন ভোটে জেতেন, তখন তাঁরা ইভিএম নিয়ে একটা কথাও বলেন না৷ ভোটে হারলেই ইভিএমে ত্রুটি দেখেন তাঁরা৷ এটা আমরা কীভাবে দেখব? এসব নিয়ে চর্চা করার জায়গা এটা নয়৷’
advertisement
আবেনকারী আরও দাবি করেছিলেন, ইভিএম গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক৷ আমেরিকার মতো দেশেও যেখানে কাগজের ব্যালটে ভরসা রাখা হয়, সেখানে ভারতেও সেই পথেই ফেরা উচিত বলেও আর্জি জানান ওই মামলাকারী৷ এর জবাবে দুই বিচারপতি বলেন, ‘গোটা বিশ্বের থেকে আমরা যদি ব্যতিক্রমী হই তাহলে ক্ষতি কী?’
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme court on paper ballot: ইভিএম-এর বদলে ফিরবে কাগজের ব্যালট? ব়ড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement