Supreme Court on VC Appointment: ১২ নামে সর্বসম্মতি-৩ নামে দ্বিমত! রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে আপত্তি রাজ্যের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Supreme Court on VC Appointment: রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ মামলা নিয়ে সর্বোচ্চ আদালতের উল্লেখযোগ্য পর্যবেক্ষণ।
নয়াদিল্লি: রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ মামলা নিয়ে সর্বোচ্চ আদালতের উল্লেখযোগ্য পর্যবেক্ষণ।
বিচারপতি ইউইউ ললিতের তরফে নামের রেকমেন্ডেশন দেওয়া হল রাজ্যের ১৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য। যার মধ্যে ১২টি নামে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। ৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ নিয়ে দুটি পৃথক রেকমেন্ডেশনের তালিকা দিয়েছে ইউইউ ললিতের সার্চ কমিটি।
আরও পড়ুন: মেধাবী পড়ুয়াদের জন্য ২০,০০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কারা পাবেন বৃত্তি? কতদিন আবেদন? বিশদে জানুন
রাজ্যের তরফে আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, কোচবিহারের উপাচার্য নিয়োগের জন্য সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও উপাচার্য নিয়োগ করেননি এখনও আচার্য।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনগুলি? NIRF ২০২৫-এর তালিকায় বিরাট চমক, দেখুন
বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ জানায়– ১২টি বিশ্ববিদ্যালয়ের যে তালিকা সর্বসম্মত ভাবে তৈরি হয়েছে তা দু-পক্ষকে জানানো হোক। একই সঙ্গে পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটির উপাচার্য পদের জন্য পূর্ববর্তী রেকমেন্ডেশন লিস্ট থেকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে পদপ্রার্থীদের মেধা বিচার করে তালিকা দিতে বলা হল ইউইউ ললিতের সার্চ কমিটিকে। পরবর্তী শুনানি আগামী শুক্রবার।
advertisement
মৈত্রেয়ী ভট্টাচার্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 3:13 PM IST