Supreme Court: শিবসেনা কার? শুনানির সরাসরি সম্প্রচার, ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Last Updated:

গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত জানিয়েছিলেন, খুব শিগগিরই মামলার শুনানির সরাসরি সম্প্রচারের জন্য নিজস্ব একটি প্ল্যাটফর্ম তৈরি করবে৷

সু্প্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপ৷
সু্প্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপ৷
#দিল্লি: সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথমবার৷ সাংবিধানিক বেঞ্চে চলা কোনও মামলার সরাসরি সম্প্রচার করা হল৷ শিবসেনার প্রতীক এবং নাম ব্যবহারের অধিকারী কে, এই নিয়ে উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডে শিবিরের মধ্যে চলা মামলার শুনানি এ দিন সরাসরি সম্প্রচার করা হয়৷
সুপ্রিম কোর্টের তিনটি সাংবিধানিক বেঞ্চ রয়েছে৷ তার মধ্যে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন দ্বিতীয় সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি চলছে৷ গত অগাস্ট মাসে এই মামলাটি নিষ্পত্তির জন্য সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়েছিল৷ শিবসেনার মধ্যে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবিরের মধ্যে বিরোধ দেখা দেওয়ার পরই দলের প্রতীক, নাম কে ব্যবহার করবে তা নিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়৷ পাশাপাশি একনাথ শিন্ডে শিবিরে যোগদানকারী বিধায়কদের সদস্যপদ খারিজের আবেদনও জমা পড়ে৷
advertisement
advertisement
গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত জানিয়েছিলেন, খুব শিগগিরই মামলার শুনানির সরাসরি সম্প্রচারের জন্য নিজস্ব একটি প্ল্যাটফর্ম তৈরি করবে৷ তা হলে আর ইউটিউবের উপরে নির্ভর করতে হবে না৷
২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র রায় দিয়ে বলেছিলেন, সাংবিধানিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানির সরাসরি সম্প্রচার করা হবে৷ তার চার বছর পর সেই নির্দেশ এ দিন কার্যকর করা হল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: শিবসেনা কার? শুনানির সরাসরি সম্প্রচার, ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement