Supreme Court Punishes Vice Chancellor: মহিলা সহকর্মীকে রিসর্টে যেতে চাপ, ক্ষমা করেও উপাচার্যকে আজীবনের শাস্তি দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

অভিযোগকারিণী তাঁর অভিযোগপত্রে জানান, ২০১৯ সালের জুলাই মাসে আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিয়েছিলেন নির্মলকান্তি চক্রবর্তী৷ তার পর থেকেই তিনি তাঁকে কুপ্রস্তাব, কেরিয়ার নষ্ট করার হুমকির দিতে শুরু করেন৷

যৌন হয়রানির অভিযোগে অভিনব শাস্তি সুপ্রিম কোর্টের৷
যৌন হয়রানির অভিযোগে অভিনব শাস্তি সুপ্রিম কোর্টের৷
যৌন হেনস্থায় অভিযুক্ত উপাচার্যকে ক্ষমা করলেও অভিনব শাস্তি দিল সুপ্রিম কোর্ট৷ মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানায়, পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এমন শাস্তি হওয়া উচিত যা তাঁকে সারাজীবন তাড়া করে বেড়াবে৷
লাইভ ল-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের যৌন হেনস্থার অভিযোগ যে বিধিবদ্ধ সময়ের মধ্যে দায়ের হওয়া উচিত, এক্ষেত্রে তা হয়নি৷ সেই যুক্তিতেই এই মামলা খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি পি বি ভারেলের বেঞ্চ৷ যদিও দুই বিচারপতি নির্দেশ দেন, সুপ্রিম কোর্টের এই রায়ের কথা পশ্চিমবঙ্গ আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মলকান্তি চক্রবর্তীর জীবনপঞ্জিতে উল্লেখ করতে হবে৷ এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশ যাতে অমান্য না হয়, তা আজীবন নিশ্চিত করতে হবে অভিযুক্ত উপাচার্যকেই৷ উপাচার্য যে ভুল করেছেন তা যাতে সহজে স্মৃতির আড়ালে চলে না যায়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেন দুই বিচারপতি৷
advertisement
দুই বিচারপতি নির্দেশ দিতে গিয়ে বলেন, ‘এই মামলায় যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে তা ক্ষমা করে দিলেও অভিযুক্ত যে ভুল করেছেন তা যেন সারাজীবন তাঁকে অনুতপ্ত করতে থাকে৷ তাই নিজের জীবনপঞ্জি এই রায়ের কথা অভিযুক্তকে লিখতে হবে এবং এই নির্দেশ যাতে মেনে চলা হয় তা ব্যক্তিগত ভাবে অভিযুক্তকেই নিশ্চিত করতে হবে৷’
advertisement
advertisement
২০২৩ সালের এপ্রিল মাসে এই যৌন হয়রানির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ৷ কিন্তু তার প্রায় আট মাস বাদে ২০২৩ সালের ডিসেম্বর মাসে সরকারি ভাবে অভিযোগ দায়ের করেন নিগৃহীতা৷ ঘটনার এত মাস পরে অভিযোগ দায়ের হওয়ার কারণেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট৷
প্রাথমিক ভাবে লোকাল কমপ্লেইন্ট কমিটি (এলসিসি)-র কাছে অভিযোগ দায়ের করেন নিগৃহীতা মহিলা৷ কিন্তু নিয়ম মতো ঘটনার তিন মাসের মধ্যে অভিযোগ দায়ের হয়নি, এই যুক্তিতে অভিযোগ খারিজ করে দেয় এলসিসি৷ এমন কি, ব্যতিক্রমী ক্ষেত্রে ছ মাসের মধ্যেও অভিযোগ দায়ের করা যায়৷ কিন্তু এ ক্ষেত্রে সেই সময়সীমাও পার হয়ে গিয়েছিল৷ কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতে যে আইন রয়েছে, তাতেই এই সময়সীমার উল্লেখ রয়েছে৷
advertisement
অভিযোগকারিণী তাঁর অভিযোগপত্রে জানান, ২০১৯ সালের জুলাই মাসে আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিয়েছিলেন নির্মলকান্তি চক্রবর্তী৷ তার পর থেকেই তিনি তাঁকে কুপ্রস্তাব, কেরিয়ার নষ্ট করার হুমকির দিতে শুরু করেন৷ ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁর একটি রিসর্টে সময় কাটাতে যাওয়ার জন্য ওই উপাচার্য চাপ দিতে শুরু করেন বলে অভিযোগকারিণী দাবি করেন৷ তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই উপাচার্য পেশাগত ক্ষেত্রে তাঁর ক্ষতি করার হুঁশিয়ারি দেন বলেও অভিযোগ৷
advertisement
২০১৯ সালের অক্টোবর মাসে অভিযোগকারিণী মহিলার পদোন্নতির কথা থাকলেও তা আটকে দেওয়া হয় বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত ২০২২ সালের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল তাঁর পদোন্নতিতে অনুমোদন দেয়৷
সুপ্রিম কোর্টের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে ফের একবার ওই অভিযোগকারিণীকে নিজের অফিসে ডাকেন অভিযুক্ত উপাচার্য৷ তখনই তিনি তাঁকে রিসর্টে যাওয়ার প্রস্তাব দেন৷ যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন অভিযোগকারিণী৷ এর পরই অভিযোগকারিণীর কেরিয়ারে ক্ষতি করে দেওয়ার হুঁশিয়ারি দেন ওই উপাচার্য৷
advertisement
এলসিসি-তে অভিযোগ খারিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী৷ ২০২৩ সালের এপ্রিল মাসের পরেও অভিযোগকারিণী কর্মক্ষেত্রে হুমকি এবং প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছেন, এই যুক্তিতে অভিযোগকে মান্যতা দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি৷ যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের এই নির্দেশকে খারিজ করে দেয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court Punishes Vice Chancellor: মহিলা সহকর্মীকে রিসর্টে যেতে চাপ, ক্ষমা করেও উপাচার্যকে আজীবনের শাস্তি দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement