অযোধ্যা মামলা রায়ের পুনর্বিবেচনার সমস্ত আর্জি খারিজ

Last Updated:
#নয়াদিল্লি: রাম মন্দিরের স্বপক্ষে অযোধ্যা রায়ের পুর্নবিবেচনার সমস্ত আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট ৷বহাল রইল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের দেওয়া আগের রায়ই ৷সবকটি রিভিউ পিটিশনই খারিজ করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। অযোধ্যার পাঁচ একর জমিতে রামমন্দির তৈরির পথে কাটল বাধা। ৯ নভেম্বর অযোধ‍্যা জমি মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমিতে রামমন্দির তৈরির জন্য রায় দেয় সুপ্রিম কোর্ট। মসজিদের জন্য মুসলিমদেরকে অযোধ‍্যায় অন্য ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেয় আদালত। রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দায়ের করে মুসলিম পার্সোনাল ল বোর্ড। রিভিউ পিটিশন দায়ের করে নির্মোহী আখড়াও। জমা পড়া ১৮টি রিভিউ পিটিশনই খারিজ ৷
অযোধ্যার বিতর্কিত জমিতেই তৈরি হবে রামমন্দির। ৯ নভেম্বর অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানায় । মোট ২.৭৭ একরে তৈরি হবে মন্দির ৷ বিকল্প জায়গায় ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড।  দেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে চলা জমি মামলা। দীর্ঘ অপেক্ষার পর রায় দিতে গিয়ে কোনও জটিলতার রাস্তায় যাননি বিচারপতিরা। পাঁচ বিচারপতি একমত হয়েই রায় দিয়েছেন। আদালতের রায়ের মূল অংশ পড়ে শোনান প্রধান বিচারপতি। স্পষ্ট করেন, ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে রায় দেওয়া হয়নি ৷ আইনি অধিকারের নিরিখেই নির্দেশ দেওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অযোধ্যা মামলা রায়ের পুনর্বিবেচনার সমস্ত আর্জি খারিজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement