সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষার মুখে ম্যাগি
Last Updated:
নতুন করে তৈরি হল ম্যাগি নিয়ে জটিলতা ৷ বুধবার সুপ্রিম কোর্ট নতুন করে ম্যাগির স্যাম্পেল পরীক্ষা করে দেখার আদেশ দিল মাইসুরুর সেন্ট্রাল ফুড টেকনোলজিকাল রিসার্চ ল্যাবকে ৷ এই ঘোষণায় ফের চিন্তার ভাঁজ নেসলে-এর কপালে ৷
#নয়াদিল্লি : নতুন করে তৈরি হল ম্যাগি নিয়ে জটিলতা ৷ বুধবার সুপ্রিম কোর্ট নতুন করে ম্যাগির স্যাম্পেল পরীক্ষা করে দেখার আদেশ দিল মাইসুরুর সেন্ট্রাল ফুড টেকনোলজিকাল রিসার্চ ল্যাবকে ৷ এই ঘোষণায় ফের চিন্তার ভাঁজ নেসলে-এর কপালে ৷
বুধবার জাস্টিস প্রফুল্ল সি পান্থ এবং জাস্টিস দীপক মিশ্রার বেঞ্চ পুনরায় ম্যাগির স্যাম্পেল পরীক্ষা করে দেখার আদেশ দেয় ৷ এতদিন ম্যাগি পরীক্ষা করে দেখার দায়িত্বে ছিল এনসিডিআরসি৷ এদিন সুপ্রিম কোর্ট মাইসুরু ল্যাবকে নমুনা পরীক্ষা করে দেখার আদেশ দিল ৷ নেসলের লক্ষ্নৌর গোডাউন থেকে ম্যাগির নমুনা সংগ্রহ করে খুব তাড়াতাড়ি মাইসুরুর পরীক্ষাগারে পাঠানো হবে ৷
advertisement
সুপ্রিম কোর্ট ম্যাগিকে সুরক্ষিত ঘোষণা করার পরও এনসিডিআরসি ডিসেম্বরে চেন্নাই ল্যাবকে নতুন করে ম্যাগির নমুনা পরীক্ষা করে দেখার নির্দেশ দেয় ৷ এই নির্দেশের বিরুদ্ধে নেসলে আপিল করে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানির ভিত্তিতেই এই রায় দেয় আদালত ৷
advertisement
চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে নভেম্বরেই বাজারে ফিরেছিল ম্যাগি ৷ মাত্রাতিরিক্ত সীসা থাকার অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যান করা হয় ম্যাগিকে ৷ ভারতের বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষাগারের রিপোর্টের ভিত্তিতে সুরক্ষিত ঘোষণা করার পর নতুন করে মার্কেটে ফেরে জনপ্রিয় এই ‘টু-মিনিটস’ নুডলস ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2015 7:32 PM IST