সরকারি সুবিধা পাবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীরা
Last Updated:
প্রাক্তন মুখামন্ত্রীরা আর সরকারি সুবিধা পাবেন না ৷ সোমবার এমটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আগামী দু’মাসের মধ্যে সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
#নয়াদিল্লি: প্রাক্তন মুখামন্ত্রীরা আর সরকারি সুবিধা পাবেন না ৷ সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আগামী দু’মাসের মধ্যে সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
এদিন ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠিয়েছে সুপির্ম কোর্ট ৷ ছ’জনের মধ্যে রয়েছেন মুলায়ম সিং যাদব, বিএসপি সুপ্রিমো মায়াবতী, এন জি তিওয়ারি, কল্যাণ সিং, রাজনাথ সিং ও রাম নরেশ যাদব ৷
উত্তর প্রদেশের সরকারের তরফে সুপ্রম কোর্টে জানানো হয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা এখনও সরকারি বাংলোগুলি দখল করে রেখেছেন ৷ তারপরই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ সরকারি বাংলো দু’মাসের মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2016 11:38 AM IST