সঙ্কটজনক জয়ললিতা, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর পেয়ে মৃত্যু হল অনুগামীর

Last Updated:

জয়ললিতার শারীরিক অবস্থা সঙ্কটজনক শুনেই মৃত্যু জয়ললিতার এক অনুগামীর ৷

#চেন্নাই: জয়ললিতার শারীরিক অবস্থা সঙ্কটজনক শুনেই মৃত্যু জয়ললিতার  এক অনুগামীর ৷ গাঁধী নগর জেলার কাড্ডালোরের বাসিন্দা AIADMK-র কর্মী নেলাগন্দনের মৃত্যু হয়েছে রবিবার রাতে ৷ টিভিতে জয়ললিতার অসুস্থার খবর দেখার পরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সমর্থকের ৷
নেলাগন্দন জয়ললিতার কার্ডিয়াক অ্যারেস্টের খবর প্রথমে টিভিতে দেখেন ৷ এরপর হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি ৷ এবং কিছুক্ষণের মধ্যেই সেখানেই মৃত্যু হয় তার ৷ নেলাগন্দনের পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে খবর দেয় ৷ কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ৷
এর আগে জয়ললিতার মৃত্যু হয়েছে গুজব শুনে ৬ অক্টোবর কোয়েম্বাটোরে মৃত্যু হয়েছে AIADMK-র এক সমর্থকের ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই আম্মার অসুস্থার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় দেখা দিয়েছে ‘আম্মা’ অনুগামীদের ৷ ভিড় সামলাতে পুলিশ, তৈরি RAF ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চেন্নাই যাচ্ছে ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সঙ্কটজনক জয়ললিতা, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর পেয়ে মৃত্যু হল অনুগামীর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement