Super Blue Moon: বিরল মুহূর্তের সাক্ষী থাকতে উপচে পড়ল ভিড়, মেঘ কাটতেই চন্দ্রদর্শন
- Written by:Trending Desk
- local18
- Published by:Rukmini Mazumder
Last Updated:
এর আগে ২০১৮ সালের অগাস্ট মাসে দু’টি সুপারমুন দেখতে পাওয়া গিয়েছিল৷ ফের এই ধরনের ঘটনা চাক্ষুষ করা যাবে ২০৩৭ সালে
সাধারণত এক মাসে একটিই পূর্ণিমা হয়। তার কারণ, অমাবস্যা থেকে পূর্ণিমার দূরত্ব ১৫ দিনের। কিন্তু যদি কোনও মাসের ১ বা ২ তারিখে পূর্ণিমা হয়, এবং সেই মাস ৩১ দিনের হয়, তাহলে অনায়াসে সেই পরিসরে দু’টি পূর্ণিমা বা অমাবস্যা হতে পারে। বাংলা মাসের ক্ষেত্রে এমন হলে তাকে মলমাস বলা হয়। আর ইংরিজি মাসের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে বৈজ্ঞানিক ভাবে দ্বিতীয় পূর্ণিমাটিকে বলা হয় ব্লু-মুন।
ঠিক যেমনটা ঘটল এই অগাস্ট মাসে। ১ অগাস্টের পর আবার ৩০ অগাস্ট ছিল পূর্ণিমা। আর এই পূর্ণিমার চাঁদটিকে ব্লু-মুন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এরাতের সুপারমুন সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে বেশ খানিকটা বড় দেখিয়েছে। এই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল অনেকটাই কম। তাই এমন একটি মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করার আগ্রহ ছিল সকলের মধ্যেই।
advertisement
কর্নাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ার এলাকায় তাই জড়ো হয়েছিলেন স্থানীয় ছাত্র-যুব এবং সাধারণ মানুষ। কারওয়ারের কোডিবাগের গণপতি বিসর্জন এলাকায় আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রের তরফে চাঁদ দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায় এমন প্রস্তুতি আগেই সেরে রাখা হয়েছিল।
advertisement
আর বিরল চাঁদ দেখার ভিড়ও উপচে পড়েছিল। চন্দ্রোদয়ের পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চাঁদ পৃথিবীর সব থেকে কাছে আসবে বলে জানা গিয়েছিল। ওই সময়ই সব থেকে বেশি মানুষ ভিড় করেন টেলিস্কোপের সামনে। কিন্তু ওই সময় চাঁদ দেখা যায়নি ভাল। আকাশে মেঘ ছিল। সকলেই হতাশ হয়ে পড়েন। কিন্তু রাত ৮টার পর আস্তে আস্তে মেঘ কেটে যেতে শুরু করে। দেখা দেয় বিরল পূর্ণিমার চাঁদ, সুপার মুন। বহু মানুষই সেই সময় টেলিস্কোপের সামনে দাঁড়িয়ে পড়েন আকাশের বুকে চাঁদের রূপ প্রত্যক্ষ করতে।
advertisement
এর আগে ২০১৮ সালের অগাস্ট মাসে দু’টি সুপারমুন দেখতে পাওয়া গিয়েছিল৷ ফের এই ধরনের ঘটনা চাক্ষুষ করা যাবে ২০৩৭ সালে৷ চাঁদ থেকে পৃথিবীর গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার৷ কিন্তু চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার বলে সব সময় দূরত্ব একরকম থাকে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2023 9:20 PM IST







