Sundar Pichai's Ancestral Home: অভিনেতার কাছে বিক্রি হয়ে গেল সুন্দর পিচাইয়ের পৈতৃক বাড়ি, ভেঙে পড়লেন গুগল সিইও-র বাবা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Sundar Pichai's Ancestral Home: রেজিস্ট্রেশন অফিসে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে অপেক্ষা করে, সব বকেয়া কর মিটিয়ে তার পরই বাড়ির নথিপত্র তুলে দেন সুন্দর পিচাইয়ের বাবা
চেন্নাই : বিক্রি হয়ে গেল সুন্দর পিচাইয়ের পৈতৃক বাড়ি৷ চেন্নাইয়ের অশোকনগরে পিচাই পরিবারের বাড়িটি কিনে নিয়েছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা তথা প্রযোজক মণিকণ্ডন৷ তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন সুন্দর পিচাইয়ের বাড়ি বলে তিনি ওই সম্পত্তি কেনেননি৷ বরং গুগল সিইও-র বাবা মায়ের নম্র ব্যবহার তাঁকে মুগ্ধ করেছে৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘প্রথম আলাপেই সুন্দর পিচাইয়ের মা নিজের হাতে আমার জন্য ফিল্টার্ড কফি তৈরি করেন৷ তাঁর বাবা বাড়ি সংক্রান্ত সব নথি আমাকে দিয়ে দেন৷ তাঁদের মানবিকতা ও বিনয়ী ব্যবহারে আমি অভিভূত৷
মণিকণ্ডন এও জানান বাড়ির রেজিস্ট্রেশন এবং ট্রান্সফার প্রক্রিয়া ত্বরান্বিত করতে যেন সুন্দর পিচাইয়ের নাম যেন ব্যবহার না করা হয়-এই আর্জিও জানান তাঁর বাবা৷ রেজিস্ট্রেশন অফিসে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে অপেক্ষা করে, সব বকেয়া কর মিটিয়ে তার পরই বাড়ির নথিপত্র তিনি তুলে দেন মণিকণ্ডনের হাতে৷
advertisement
‘হিন্দু বিজনেস লাইন’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বিনোদন জগতের মুখ হওয়ার পাশাপাশি আরও একটি পরিচয় আছে৷ তিনি রিয়েল এস্টেট ডেভেলপার৷ তাঁর নিজস্ব সংস্থা এখনও পর্যন্ত প্রায় ৩০০ টি বাড়ি তৈরি করেছে৷ প্রসঙ্গত অশোকনগরের শান্ত নিরিবিলি পরিবেশে যে বাড়িটি তিনি কিনেছেন সেখানেই সুন্দর পিচাইয়ের জন্ম এবং বড় হয়ে ওঠা৷ ১৯৮৯ সালে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে তিনি চলে যান খড়্গপুর আইআইটি-তে৷ তাঁর শৈশবের ফেলে আসা বাড়ি কিনতে পেরে তিনি গর্বিত বলে জানান মণিকণ্ডন৷
advertisement
অশোকনগরের এই বাড়িটি তৈরি করেছিলেন সুন্দর পিচাইয়ের বাবা৷ তাঁর জীবনে এটাই ছিল প্রথম সম্পত্তি৷ বিক্রি করার পর মুহূর্তের জন্য হলেও তিনি ভেঙে পড়েছিলেন৷ জানিয়েছেন মণিকণ্ডন৷ তিনি ওই জায়গায় একটি নতুন ভিলা তৈরি করবেন৷ আগামী দেড় বছরের মধ্যে কাজ শেষ হবে ভিলার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 1:15 PM IST