কেউ খাচ্ছেন বিষাক্ত স্পিরিট-কেউ শেভিং লোশন! মদ না মেলায় বাড়ছে মৃত্যু

Last Updated:

কেরলে লকডাউন শুরুর ১০০ ঘণ্টার মধ্যেই মদ না পেয়ে ৭ জন আত্মহত্যা করে৷ কায়ামকুলামে নৌসদ নামে এক ব্যক্তি মদ না পেয়ে শেভিং লোশন খেয়ে ফেলেছেন৷

#তিরুঅনন্তপুরম: করোনা ভাইরাস একের পর এক মানুষকে মারছে গোটা বিশ্বে৷ করোনা রুখতে চলছে লকডাউন৷ কিন্তু এই লকডাউনের মধ্যেই আরও একটি আশঙ্কা ক্রমেই গ্রাস করছে দেশে৷ তা হল, মদের নেশার তাড়নায় মৃত্যু৷ ইতিমধ্যেই যা কেরলে ভয়াবহ আকার নিয়েছে৷ মদ না পেয়ে আত্মহত্যা করেছেন ৯ জন৷ বহু মানুষ অসুস্থও হয়ে পড়ছেন নেশার তাড়নায়৷
দেশজুড়ে লকডাউনে মদ মিলছে না বহু জায়গায়৷ ফলে মদের নেশা মিটছে না অনেকের৷ মদের নেশায় বিষাক্ত স্পিরিট খেয়েও মৃত্যুর ঘটনা ঘটেছে৷ মদ না পেয়ে আত্মহত্যা রুখতে কেরল সরকার পারচি সিস্টেম নামে একটি সিস্টেম চালু করেছে৷ এই সিস্টেমে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে মদ কেনা যাবে৷ মদের নেশায় অবসাদ ও আত্মহত্যা রুখতে সরকারি পদক্ষেপ৷
advertisement
কেরলে লকডাউন শুরুর ১০০ ঘণ্টার মধ্যেই মদ না পেয়ে ৭ জন আত্মহত্যা করে৷ কায়ামকুলামে নৌসদ নামে এক ব্যক্তি মদ না পেয়ে শেভিং লোশন খেয়ে ফেলেছেন৷ মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর৷ রবিবার কোল্লামে এক ব্যক্তি মদের বোতল খুঁজে না পাওয়ায় হার্ট অ্যাটাক হয়েছে৷ তাঁর মুরলীধরন আচারি৷ তেলঙ্গানায় মদ না পেয়ে ১০ জন মারা গিয়েছেন৷
advertisement
advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
রঙ্গা রেড্ডি জেলায় ৪০ বছরের পেশায় দিনমজুর এক ব্যক্তি মদ না পেয়ে বৈদ্যুতিন তারে হাত দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে৷ রাময়মপেটে এক ব্যক্তি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন৷ সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকেই যাচ্ছে৷ হায়দরাবাদের খয়রাতাবাদ এলাকায় সোমবার রাতে এক ব্যক্তি মদ না পেয়ে নিজের গলার নলি কেটে ফেলেছেন৷ হায়দরাবাদের ইন্সস্টিটিউট অফ মেন্টাল হেল্থে ৩০০ রোগী ভর্তি রয়েছেন৷ এঁরা প্রত্যেকেই লকডাউনের পর মদ না পেয়ে অসুস্থ৷ ওই হাসপাতালের সুপার উমা শঙ্করের কথায়, 'আগে এই হাসপাতালে গড়ে ৫০ জন করে রোগী আসত৷ এখন দিনে ২০০ জন রোগী আসে৷ সবাই মদ না পেয়ে অসুস্থ৷ আর কোনও বেড খালি নেই৷'
advertisement
অসমের জোরহাটে ২ জন ব্যক্তি মদের নেশা সহ্য করতে না পেরে স্পিরিট খেয়ে হাসপাতালে ভর্তি৷ বিষাক্ত রাসায়নিক দেওয়া ওই স্পিরিট কোল্ডড্রিঙ্কের সঙ্গে মিশিয়ে খেলে ফেলেন ওঁরা৷ সব মিলিয়ে মদের নেশাতে গোটা দেশেই বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাচ্ছেন৷ কারণ, মদের দোকান বন্ধ লকডাউনের জেরে৷
বাংলা খবর/ খবর/দেশ/
কেউ খাচ্ছেন বিষাক্ত স্পিরিট-কেউ শেভিং লোশন! মদ না মেলায় বাড়ছে মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement