স্কুলে স্কুলে বাধ্যতামূলক হোক 'বন্দে মাতরম্'! রাজ্যসভায় দাবি সুধা মূর্তির!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রাজ্য সভার মনোনীত সাংসদ সুধা মূর্তি মঙ্গলবার কেন্দ্র সরকারের কাছে আর্জি জানান, জাতীয় গান 'বন্দে মাতরম' প্রতিটি প্রাথমিক এবং হাইস্কুলে বাধ্যতামূলক করার জন্য আর্জি জানিয়েছেন।
নয়াদিল্লি: রাজ্য সভার মনোনীত সাংসদ সুধা মূর্তি মঙ্গলবার কেন্দ্র সরকারের কাছে আর্জি জানান, জাতীয় গান ‘বন্দে মাতরম’ প্রতিটি প্রাথমিক এবং হাইস্কুলে বাধ্যতামূলক করার জন্য আর্জি জানিয়েছেন।
‘বন্দে মাতরম্’ সঙ্গীতের ১৫০তম বর্ষ উপলক্ষে রাজ্যসভায় একটি আলোচনায় তিনি এই প্রসঙ্গ তুলে ধরেন। এই প্রসঙ্গে সাংসদ সুধা মূর্তি বলেন, “আমি এখানে কোনও সাংসদ, সমাজসেবী এবং লেখিকা হিসাবে নয়। এখানে আমি একজন ভারত মায়ের মেয়ে হিসাবে বলছি।”
তার বক্তব্যে তিনি তুলে ধরেন, ভারতের প্রতিটি রাজ্যেই এক একটি রঙের কাপড়ের মতন। আর এই কাপড় যখন এক সুতোয় গাঁথা হয়। সেই মন্ত্রই হল ‘বন্দে মাতরম্’।
advertisement
advertisement
এই প্রসঙ্গে সুধা বলেন, “এটা কোনও মানচিত্র বা কোনও পতাকার বিষয় নয়। এটা মাতৃভূমির বিষয়। এটা শুধু টুকরো ভূখণ্ড নয়। এটা মাতৃভূমি।”
প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ১০ ঘণ্টার আলোচনার সূচনা করেন৷ তাঁর বক্তৃতায় তিনি কংগ্রেসকে নিশানা করে অভিযোগ তোলেন, ‘‘যে বন্দে মাতরম্-এর ভাবনা এত মহান ছিল, গত শতকে তার সঙ্গে এত বড় অন্যায় কেন হল, বিশ্বাসঘাতকতা কেন হল? কোন এমন শক্তি ছিল যে তাদের ইচ্ছে সম্মানীয় গান্ধিজির ভাবনাকেও উপেক্ষা করল৷ ফলে আজকে যখন আমরা বন্দে মাতরম্-এর সার্ধশতবার্ষিকী পালন করছি, তখন নতুন প্রজন্মকে এর ইতিহাস জানানোর দায়িত্বও আমাদের৷ ইতিহাস সাক্ষী আছে, কংগ্রেস মুসলিম লিগের চাপের সামনে আত্মসমর্পণ করেছিল৷ তাই বন্দে মাতরম-কে টুকরো করা হয়েছিল৷ এই তোষণের রাজনীতির জন্যই কংগ্রেসকে একদিন ভারতকে ভাগ করার চাপের সামনেও আত্মসমর্পণ করতে হয়েছিল৷ আজও কংগ্রেস এবং তাদের সঙ্গীরা বন্দে মাতরম্-কে নিয়ে বিতর্কের সৃষ্টির চেষ্টা করছে৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 4:25 PM IST








