#পুরী: তাঁর বালু শিল্প বিশ্ববিখ্যাত৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বালিতেই ভারতে স্বাগত জানালেন বালিশিল্পী সুদর্শন পট্টনায়েক৷ পুরীর সমুদ্রে তিনি ফুটিয়ে তুলেন ডোনাল্ড ট্রাম্পের ভাস্কর্য৷ সেই বালি শিল্প দেখতে পর্যটকদের ভিড়৷
আজ অর্থাত্ সোমবারই ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাই জেরাড কুশনার৷ সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্রতীরে ফুটিয়ে তুলেছেন ট্রাম্পের মুখ৷ তার পাশে লেখা, 'স্বাগতম৷' বালির উপরে সুদর্শন লিখেছেন, 'আপনার ভারত সফরে আমরা উত্সাহিত৷ ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে৷'
Welcome to india, President @realDonaldTrump and First Lady @FLOTUS . My SandArt at Puri beach in Odisha. #NamasteTrump pic.twitter.com/fb4VpvAHVo
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 23, 2020
ট্রাম্পের ভারত আসার আগে ২৩ ফেব্রুয়ারি আরেকটি বালি ভাস্কর্য তৈরি করেন সুদর্শন৷ সেই ভাস্কর্যে তাজমহলের সামনে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প৷
#NamasteTrump US President @realDonaldTrump My SandArt with message #SwagatamTrump at Puri beach in Odisha. We are excited for your first visit to India . It will definitely strengthen Indo-US relationship. pic.twitter.com/yo9v54udf6
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 23, 2020
সুদর্শনের পোস্ট ট্যুই হতেই, লাইকের বন্যা৷ একের পর এক রি-ট্যুইট৷ দু দিনের ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Donald Trump in India, Melania Trump, Sudarshan Pattanayak, Trump India Tour, Trump India Visit