মোদিকে আলিঙ্গনের ঘটনায় রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী !

Last Updated:

সংসদে অনাস্থা প্রস্তাব ঘিরে উত্তাল সংসদ ৷ একের পর এক অভিযোগে নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলছেন রাহুল গান্ধী ৷ অবশেষে, ভাষণ শেষে এসে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন রাহুল ৷

#নয়াদিল্লি: সংসদে অনাস্থা প্রস্তাব ঘিরে উত্তাল সংসদ ৷ একের পর এক অভিযোগে নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলছেন রাহুল গান্ধী ৷ অবশেষে, ভাষণ শেষে এসে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন রাহুল ৷ সেই ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও আলিঙ্গন বিতর্ক এখনও তুঙ্গে ৷ সেই নিয়েই এবার রাহুল গান্ধীকে আক্রমণ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ রবিবার রাহুল গান্ধীর এহেন আচরণ একেবারেই অসাংবিধানিক ৷
স্বামী বলেন,
আচমকা নরেন্দ্র মোদিকে এভাবে বেকায়দায় ফেলে একেবারেই ঠিক করেননি রাহুল গান্ধী ৷ সংসদের ভিতরে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে ৷ প্রধানমন্ত্রী পদের সম্মান রয়েছে ৷ সেসব না মেনে রাহুল এমন একটা কাজ কি করে করলেন ? সংসদের ভিতরে নরেন্দ্র মোদির নিরাপত্তাই বা কোথায় ? এধরণের আচরণ একেবারেই অনুচিত ৷ আর এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে কখনও না ঘটে সেদিকেও নজর রাখা উচিত ৷
advertisement
advertisement
স্বামীর এহেন মন্তব্যের পর আরও একবার বিতর্ক শুরু হয়েছে ৷ যদিও এরপরও চুপ থাকেননি স্বামী ৷ তিনি আরও বলেন,
এই ঘটনার পর নরেন্দ্র মোদির উচিত যত শীঘ্র সম্ভব মেডিক্যাল টেস্ট করানোর ৷
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির একধিক আক্রমণে সরগরম হয়েছে সংসদ ৷ কিছুক্ষণের জন্য অচল হয়েছিল সংসদও ৷ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদিকে আলিঙ্গনের ঘটনায় রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement