‘‘কোথায় গেল বছরে দু-কোটি চাকরি, সবার জন্য ঘর, কৃষকের আয় দ্বিগুণ, বুলেট ট্রেন ?’’ মোদির দেওয়া আশ্বাস নিয়ে প্রশ্ন তুললেন স্বামী

Last Updated:

ট্যুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, "২০১৭ সালে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২২ এর ১৫ আগস্টের মধ্যে, প্রতি বছর ২ কোটি চাকরি হবে, সবার জন্য ঘর, কৃষকদের আয় দ্বিগুণ, বুলেট ট্রেন, এগুলো কি হয়েছে ? এবারের ১৫ আগস্টের ভাষণে কি প্রতিশ্রুতি দেবেন তিনি?"

Subramanian Swamy asks question about Narendra Modi's  assurance
Subramanian Swamy asks question about Narendra Modi's assurance
#নয়াদিল্লি :  স্বাধীনতার ৭৫ বছরে লক্ষ্যমাত্রা নিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকার। আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে যে সমস্ত লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছিল তার কতটা পূরণ হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা। তাঁদের সঙ্গে সুর মিলিয়েছেন বিজেপি নেতা এবং নরেন্দ্র মোদির সমালোচক বলে পরিচিত সুব্রহ্মণ্যম স্বামী।
‘‘আজাদিকা অমৃত মহোৎসবের’’ লক্ষ্যমাত্রা নিয়ে ট্যুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন "২০১৭ সালে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২২ এর ১৫ আগস্টের মধ্যে, প্রতি বছর ২ কোটি চাকরি হবে, সবার জন্য ঘর, কৃষকদের আয় দ্বিগুণ, বুলেট ট্রেন, এগুলো কি হয়েছে ? এবারের ১৫ আগস্টের ভাষণে কি প্রতিশ্রুতি দেবেন তিনি?"
advertisement
advertisement
তৃণমূলের তরফে ট্যুইট করে স্বাধীনতার ৭৫ বছরে মোদি সরকার কতটা লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে সেই প্রশ্ন তোলা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন ২০১৬ সালে প্রধানমন্ত্রী মোদির ভাষণের ভিডিও ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদি এই ভিডিওটি আসল, আপনার প্রতিশ্রুতি ভুয়ো। ২০১৬ সালে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২২ সালের স্বাধীনতা দিবসের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। ২০২২ সালের মধ্যে আয় দ্বিগুণ করতে ২০১৫ থেকে প্রতি বছর কৃষকদের আয় ১০ শতাংশ বৃদ্ধির প্রয়োজন। মুদ্রাস্ফীতির সময়ে এই বৃদ্ধির হার মাত্র ৩ শতাংশ।" প্রসঙ্গত উল্লেখ্য, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ‘‘আজাদি কা অমৃত মহোৎসবের’’ মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
advertisement
স্বাধীনতার ৭৫ বছরের জন্য বিশেষ লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছিল। ২০১৫ সালের বাজেট ভাষণ তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি ঘোষণা করেন,২০২২ সালের মধ্যে দেশের সমস্ত নাগরিকের মাথায় পাকা ছাদ, পানীয় জলের ব্যবস্থা, শহরাঞ্চলে ২ কোটি এবং গ্রামীণ এলাকায় ৪ কোটি বাড়ি হবে। প্রতিটি বাড়িতে ২৪ ঘণ্টার বিদ্যুৎ পরিষেবা, শৌচালয়, সড়কের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা করেছিলেন জেটলি।
advertisement
আম জনতার যে সমস্ত মৌলিক প্রয়োজনীয়তা সেগুলি সবই পূরণ হবে ২০২২ সালের মধ্যে। এছাড়াও, গ্রামোন্নয়ন, নারী সুরক্ষা, থেকে শুরু করে পরিকাঠামোয় অনেক ঘোষণা করেছিলেন অরুণ জেটলি। সেবারের বাজটে অর্থমন্ত্রীর ঘোষণা ছিল, ১ লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি। সড়ক খাতে জেটলির বরাদ্দ ছিল ১৪ হাজার ৩১ কোটি টাকা। কৃষি নিয়ে অনেক ঘোষণা হয়েছিল ২০১৫ সালে অমৃত মহোৎসবের সূচনা লগ্নের বাজেটে। সেচের জন্য প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ি যোজনা প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
advertisement
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘কোথায় গেল বছরে দু-কোটি চাকরি, সবার জন্য ঘর, কৃষকের আয় দ্বিগুণ, বুলেট ট্রেন ?’’ মোদির দেওয়া আশ্বাস নিয়ে প্রশ্ন তুললেন স্বামী
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement