মাটিতে বসে বোর্ডের পরীক্ষা দিল পড়ুয়ারা
Last Updated:
মাটিতে বসে বোর্ডের পরীক্ষা দিতে হল সরকারি স্কুলের পড়ুয়াদের ৷ পরীক্ষা হলে পড়ুয়াদের জন্য ছিল না টেবিল, চেয়ার, ফ্যান কোনও কিছুই ছিল না ৷ এমনকি খাবার জলের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি পরীক্ষার্থীদের জন্য ৷ সম্প্রতি এমনই এক অবাক করার মতো ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশের চিতরে ৷ এক দিকে টুকলি করা রুখতে গ্লোবাল পজিসানিং সিস্টেম ব্যবহার করা হলেও পরীক্ষার্থীদের সত্ত্বেও ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ সরকারি বিদ্যালয়গুলিতে ৷ টেকনলজির দিক থেকে এগিয়ে থাকা সত্ত্বেও বিদ্যালয়গুলির এত খারাপ অবস্থায় তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে ৷ গ্রাম অঞ্চলে এরকম বহু স্কুলে ডেস্ক, বেঞ্চ, পাখা বা জলের ব্যবস্থা নেই ৷ তবে স্কুলগুলির পরিকাঠামোর উন্নতি করার জন্য প্রায় ১৭ হাজার কোটি বরাদ্দ করেছে সরকার ৷ চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে বোর্ড পরীক্ষা ৷ এই ঘটনার ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল ৷
#হায়দরাবাদ: মাটিতে বসে বোর্ডের পরীক্ষা দিতে হল সরকারি স্কুলের পড়ুয়াদের ৷ পরীক্ষা হলে পড়ুয়াদের টেবিল, চেয়ার, ফ্যান কোনও কিছুই ছিল না ৷ এমনকি খাবার জলের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি পরীক্ষার্থীদের জন্য ৷ এমনই এক অবাক করার মতো ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশের চিতরে ৷ এক দিকে টুকলি করা রুখতে গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করা হলেও পরীক্ষার্থীদের জন্য ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ সরকারি বিদ্যালয়গুলি ৷ টেকনলজির দিক থেকে এগিয়ে থাকা সত্ত্বেও বিদ্যালয়গুলির এত খারাপ অবস্থায় তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে ৷ গ্রাম অঞ্চলে এরকম বহু স্কুলে ডেস্ক, বেঞ্চ, পাখা বা জলের ব্যবস্থা নেই ৷ তবে স্কুলগুলির পরিকাঠামোর উন্নতি করার জন্য প্রায় ১৭ হাজার কোটি বরাদ্দ করেছে সরকার ৷ চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে বোর্ড পরীক্ষা ৷ এই ঘটনার ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2016 3:03 PM IST